পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

ঘুম নেই চোখে? ডায়াবিটিসের থেকেও বেশি মানুষ ভোগেন প্রাণঘাতী এই রোগে - ঘুম

ঘুম না আসা বা নাক ডাকার মতো সমস্যাকে এড়িয়ে চলবেন না ৷ চিকিত্সকরা জানিয়েছেন, এই সমস্যা কোনও কোনও সময়ে প্রাণঘাতীও হতে পারে ৷

sleepless-nights-may-be-cause-of-life-threatening-disease
ঘুম নেই চোখে? ডায়াবিটিসের থেকেও বেশি মানুষ ভোগেন প্রাণঘাতী এই রোগে

By

Published : Mar 21, 2021, 8:37 AM IST

কলকাতা, 21 মার্চ: ঘুম না আসা, কিংবা ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টিকে অনেকেই সে ভাবে গুরুত্ব দেন না । চিকিৎসকরা বলছেন, এ দেশে ডায়াবিটিসের থেকেও অনেক বেশি মানুষ ভুগছেন এই অনিদ্রা-সহ ঘুম সংক্রান্ত বিভিন্ন সমস্যায় । এটাও রোগ । অথচ, গুরুত্ব না দেওয়ার কারণে এই ঘুম সংক্রান্ত সমস্যা থেকে অন্য বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে ।

যথাযথ ঘুমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । অথচ এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেন না এ দেশের অনেক মানুষ । চিকিৎসকরা বলছেন, এ দেশের চার শতাংশ মানুষ ঘুম সংক্রান্ত সমস্যায় ভুগছেন । অর্থাৎ দেশের 130 কোটি মানুষের মধ্যে পাঁচ-ছয় শতাংশ মানুষ ভুগছেন এই সমস্যায় । তবুও এই ঘুম না হওয়া কিংবা, ঘুম সংক্রান্ত অন্য সমস্যা যেমন যথাযথ ঘুম না হওয়া, ঘুমের মধ্যে নাক ডাকা - এ সব বিষয় নিয়ে এখনও পর্যন্ত সেভাবে সচেতনতা নেই । হাইপারটেনশন, হার্টের কোনও অসুখ, সিওপিডি - এ সব রোগ হিসাবে ভাবনায় থাকলেও, ঘুম সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলি এখনও পিছনের সারিতে রয়ে গিয়েছে । তার উপর অনেক মানুষ এমনও মনে করেন যে, ঘুম না-হওয়ার বিষয়টি আধুনিক জীবনের একটি অঙ্গ । যার জেরেও এই ঘুম সংক্রান্ত বিষয়ে সেভাবে ভাবনা-চিন্তা করেন না অনেকে । ফলে যতক্ষণ না এই বিষয়টি নিয়ে চিকিৎসক কিংবা কোনও স্বাস্থ্যকর্মী আলোকপাত করছেন, ততক্ষণ ভাবনা-চিন্তার বাইরে থেকে যায় ।

নিউ আলিপুরের বেসরকারি একটি হাসপাতালের পালমোনলজি বিভাগের প্রধান এবং অধিকর্তা চিকিৎসক রাজা ধর বলেন, "মানবজাতির ক্ষতি করছে ডায়াবিটিস । ভারতকে এখন ডায়াবিটিসের রাজধানী হিসাবে মনে করা হয় । অথচ পরিসংখ্যান যদি দেখা হয়, তা হলে দেখা যাবে এ দেশের 1.8 শতাংশ মানুষ এখন ডায়াবেটিসে ভুগছেন । কিন্তু এ দেশে যাঁরা ঘুম সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাঁদের সংখ্যা এর দ্বিগুণ । পরিসংখ্যান বলছে, বিভিন্ন বয়স মিলিয়ে এ দেশের চার শতাংশ মানুষ ঘুম সংক্রান্ত সমস্যায় ভুগছেন ।"

আরও পড়ুন:বিশ্ব নিদ্রা দিবস: নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর ভবিষ্যৎ

তিনি আরও বলেন, "স্ট্রোক, হার্ট অ্যাটাক - এ সব প্রাণঘাতী অসুখ। যদি ঘুম সংক্রান্ত সমস্যার চিকিৎসা যদি করানো না হয়, তা হলে দীর্ঘ মেয়াদে এই সমস্যা থেকে হাইপারটেনশন, হার্টের সমস্যাও দেখা দিতে পারে । এমনকী, ঘুম সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থায় থাকলে, কোনও কোনও ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে ।"

নিউ আলিপুরের বেসরকারি ওই হাসপাতালের ইএনটি-ওটোল্যারিঙ্গোলজি বিভাগের চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলেন, "শুধুমাত্র অনিদ্রা অর্থাৎ, ঘুম না আসা কিংবা ঠিক মতো ঘুম না হওয়ার সমস্যা নয়, ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টিও রয়েছে । একটা সময় ছিল যখন মানুষ মনে করতেন, নাক ডাকার সমস্যায় চিকিৎসার প্রয়োজন নেই । তবে নাক ডাকার সমস্যাতেও চিকিৎসার প্রয়োজন রয়েছে । কারণ এই নাক ডাকার সমস্যায় মারাত্মক এবং প্রাণঘাতী কোনও অসুখের যোগও থাকতে পারে । এই সব বিষয়ে আরও সচেতনতা গড়ে তোলা প্রয়োজন ।"

ABOUT THE AUTHOR

...view details