কলকাতা, 12 মে : সারা বিশ্বই এখন একটা সংকটের মধ্য দিয়ে চলছে ৷ এই পরিস্থিতিতে নিজেকে ভারমুক্ত করে রাখা সত্যিই খুব চ্যালেঞ্জের ৷ সারা দিন ব্যস্ততার মধ্যে থাকেন সকলেই ৷ সে বাইরে বেরিয়ে কাজ করতে হোক, কিংবা বাড়িতে বসেই কাজ হোক ৷ তাই আলাদা করে মনের চাপ কমানোর জন্য কিছু করতে সময় বের করা খুব কঠিন হয়ে ওঠে ৷ তবে এর একটা অন্য উপায় রয়েছে ৷ সেক্ষেত্রে রোজ একটা স্বাস্থ্যকর রুটিন মেনে চলতে হবে ৷ এর ফলে মন, শরীর ও আত্মা - সবই ভালো থাকবে ৷
এই ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে অ্যারোমাথেরাপি ৷ এর ফলে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে, মানসিক চাপ অনেকটা কমে, মন ভালো থাকে এবং বাড়িতেও একটা সুগন্ধের পরিবেশ তৈরি হয় ৷ আর এই সুন্দর গন্ধই সবচেয়ে শক্তিশালী ৷ এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ৷
অ্যারোমাথেরাপির লাভজনক দিকগুলির আলোকপাত করেছেন মিসা ক্যান্ডেলসের সিইও হারগুন জয়সওয়াল ৷ তিনি জানান, বাতি অ্যারোমাথেরাপির জন্য খুব ভালো ৷ একটা বাতি জ্বালানো সবচেয়ে সহজ কাজ ৷ এর ফলে মন ভালো থাকে ৷ চারিদিকের পরিবেশও ভালো করে তোলে ৷ অ্যারোমাথেরাপির জন্য যে বাতি ব্যবহার করা হয়, তা মেডিটেশনের ফোকাল পয়েন্ট তৈরি করে ৷