নবদ্বীপ, 6 জুলাই: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । মৃতের নাম কৃষ্ণ দেবনাথ (31) । নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ এলাকার ঘটনা । যদিও স্থানীয় BJP নেতৃত্বের দাবি, BJP-কে সমর্থন করায় ও জয় শ্রীরাম বলার কারণেই ওই যুবককে তৃণমূল কংগ্রেসের লোকজন পিটিয়ে খুন করেছে ।
সূত্রের খবর, নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা কৃষ্ণ দেবনাথ কর্মসূত্রে বাইরে থাকেন । গত বুধবার (3 জুন) তিনি বাড়ি ফেরেন । সেদিন রাতেই স্থানীয় কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । পরে তাঁর ক্ষতবিক্ষত দেহ এলাকায় একটি ক্লাবের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । তড়িঘড়ি তাঁকে শক্তিনগর হাসপাতালে ভরতি করা হয় । সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণকে কলকাতায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল রাতে সেখানে তাঁর মৃত্যু হয় ।