পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল পরিচিতরা, পরে উদ্ধার যুবকের দেহ - BJP protest

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবক খুন করার অভিযোগ উঠল। নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ এলাকার ঘটনা ।

মৃত কৃষ্ণ দেবনাথ

By

Published : Jul 6, 2019, 12:01 PM IST

Updated : Jul 6, 2019, 12:44 PM IST

নবদ্বীপ, 6 জুলাই: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । মৃতের নাম কৃষ্ণ দেবনাথ (31) । নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ এলাকার ঘটনা । যদিও স্থানীয় BJP নেতৃত্বের দাবি, BJP-কে সমর্থন করায় ও জয় শ্রীরাম বলার কারণেই ওই যুবককে তৃণমূল কংগ্রেসের লোকজন পিটিয়ে খুন করেছে ।

সূত্রের খবর, নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা কৃষ্ণ দেবনাথ কর্মসূত্রে বাইরে থাকেন । গত বুধবার (3 জুন) তিনি বাড়ি ফেরেন । সেদিন রাতেই স্থানীয় কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । পরে তাঁর ক্ষতবিক্ষত দেহ এলাকায় একটি ক্লাবের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । তড়িঘড়ি তাঁকে শক্তিনগর হাসপাতালে ভরতি করা হয় । সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণকে কলকাতায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল রাতে সেখানে তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুন, অভিযুক্ত পলাতক

কৃষ্ণর পরিবারের অভিযোগ, তাঁকে স্থানীয় তিন যুবক ইন্দ্রজিৎ দেবনাথ, গোবিন্দ দেবনাথ ও শংকর দেবনাথ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল । ঘটনার পর থেকেই ওই তিন যুবক এলাকা থেকে পলাতক । তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ।

দেখুন ভিডিয়ো

আজ সকালে কৃষ্ণের মৃতদেহ এলাকায় নিয়ে এলে উত্তেজনা ছড়ায় । স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই কৃষ্ণকে পিটিয়ে খুন করেছে । অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে প্রতিবাদ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা । যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় দলের কোনও সদস্যই জড়িত নয় । রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবারও । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Last Updated : Jul 6, 2019, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details