পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

কিশোরীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ, ধৃত 2 - arrest

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পাটুলি থানার পুলিশ । ধৃতদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ।

প্রতীকী ছবি

By

Published : Jun 22, 2019, 8:54 PM IST

কলকাতা, 22 জুন: এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ । অভিযুক্তদের আলিপুরের বিশেষ POCSO আদালতে তোলা হলে 29 জুন পর্যন্ত তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর সঙ্গে পাটুলির মসজিদ রোডের বাসিন্দা শেখ সুলেমানের সম্পর্ক ছিল । সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয় । অভিযোগ, ওই যুবক পরিকল্পনা করে ওই কিশোরীকে তার পরিচিত এক যুবকের বাড়িতে ডেকে আনে । সেখানে সুলেমানের আরও এক বান্ধবী ও বন্ধু ছিল । তারা চারজনে একসঙ্গে বসে ঠান্ডা পানীয় খায় । পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে ওই কিশোরীকে দিয়েছিল অভিযুক্ত । সেই পানীয় খেয়েই জ্ঞান হারায় কিশোরী । এই সুযোগেই তাকে ধর্ষণ করে শেখ সুলেমান । এই ঘটনায় পুলিশ সুলেমান শেখ ও ভুবন ভদ্রকে গ্রেপ্তার করেছে ।

আরও পড়ুন : কিশোরকে ট্রেনের সামনে ধাক্কা মেরে খুন, গ্রেপ্তার মা ও প্রেমিক

নির্যাতিতার পরিবার পাটুলি থানায় অভিযোগ দায়ের করে ৷ কিশোরীর শারীরিক পরীক্ষাও করানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : রং কালো বলে গঞ্জনা, অপমানে আত্মঘাতী যুবতি ?

ABOUT THE AUTHOR

...view details