পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

জল উপচে উঠোনে, মারধরে খুন চাচা

দেগঙ্গায় জলের কল বসানোকে কেন্দ্র করে চাচাকে খুন, পলাতক ভাইপো।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 24, 2019, 9:10 PM IST

দেগঙ্গা, 24 মার্চ : জলের কল বসানোকে কেন্দ্র করে ভাইপোর হাতে খুন চাচা। মৃতের নাম সাজ্জাক গোলদার(৬০)। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দক্ষিণ কোলসুরের সর্দারপাড়ার। অভিযুক্ত আরেফিন গোলদার সাজ্জাককে বাঁশ দিয়ে মেরে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক আরেফিন ও তার পরিবার। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ কোলসুর সর্দারপাড়ার বাসিন্দা সাজ্জাক গোলদারের সাথে তাঁর ভাই হাফিজুল গোলদারের জমি নিয়ে বিবাদ চলছিল। যার জেরে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যও চলছিল। আজ সাজ্জাক বাড়িতে টিউবওয়েল বসাচ্ছিলেন। জল ধরে রাখার জন্য পাশে একটি গর্ত করেন। গর্তের জল উপচে হাফিজুলের উঠোনে যায়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় গোলমাল। অভিযোগ, তার মধ্যেই হাফিজুলের ছেলে মুরশিদ আরেফিন গোলদার বাঁশ দিয়ে সাজ্জাককে বেধড়ক মারধর করে। সাজ্জাকের কোমর এবং মাথায় চোট লাগে। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসত হাসপাতালে ভরতি করা হয়। বিকেলে সেখানেই মৃত্যু হয়।

এবিষয়ে মৃতের ছেলে মোজাফ্ফর গোলদার বলেন, "জলের কল বসানো নিয়ে প্রথমে বচসা শুরু করে ওদের(মুরশিদ আরেফিন)পরিবার। এরপর, কলের জল উঠোনে যাওয়ায় ওরা গন্ডগোল শুরু করে। তার মাঝেই একটি বাঁশ দিয়ে মুরশিদ আমার আব্বাকে বেধড়ক মারধর করে। সামান্য কারণে ওরা আমার আব্বাকে পিটিয়ে খুন করল। আমরা মুরশিদ ও তার পরিবারের কঠোর শাস্তি চাই।"

ABOUT THE AUTHOR

...view details