পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা

অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে ।

গ্রেপ্তার বাংলাদেশী মহিলা

By

Published : Oct 18, 2019, 1:12 PM IST

Updated : Oct 18, 2019, 2:42 PM IST

বিধাননগর, 18 অক্টোবর : অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর । মিতু বিবি নামে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানা গেছে । সে নাম-পরিচয় লুকিয়ে এতদিন পুনের একটি কাপড়ের দোকানে কাজ করত । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে ।

তিন বছর আগে বেনাপোল সীমান্ত পেরিয়ে চলে এসেছিল ভারতে । তারপর নিজের আসল নাম এবং পরিচয় গোপন করে থাকতে শুরু করে পুনেতে । সেখানেই অন্য একজনের ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছিল । পরে সেই নামেই আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিব্যি কাজ করছিল পুনেতে । মিতু বিবি ভেবেছিল এভাবেই কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে গেলে কেউ কিছুই বুঝতে পারবে না । কিন্তু পাসপোর্ট চেক করার সময়ই কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে যায় পাসপোর্টটি তার নয় । আটক করে অভিবাসন দপ্তর । তল্লাশি করে দেখা যায় ব্যবহৃত প্যান কার্ড বা আধার কার্ড কোনওটাই বৈধ নয় । তারপরই এই মহিলাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে । কারা তাকে অবৈধ উপায়ে পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Oct 18, 2019, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details