পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

কালিয়াচকে 16 হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত 1 - yaba tablets recovered in malda

কালিয়াচক থেকে 16 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ ।

কালিয়াচকে 16 হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত 1
কালিয়াচকে 16 হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত 1

By

Published : Dec 11, 2020, 5:51 PM IST

মালদা, 11 ডিসেম্বর : 16 হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ।

গতরাতে এসআই রামচন্দ্র সাহার নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় হানা দেয় । এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয় । সন্তোষজনক উত্তর না পাওয়ায় তল্লাশি চালিয়ে 16 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ।

আরও পড়ুন : কালিয়াচকে 6 হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ব্যক্তি

ধৃতের নাম আসগর আলি । বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের বিবিগ্রামে । ধৃতের বিরুদ্ধে 22(সি)/29 এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ।

আরও পড়ুন : 30 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, গ্রেপ্তার 2

ABOUT THE AUTHOR

...view details