গড়বেতা, ৯ ফেব্রুয়ারি : গড়বেতার খড়কুশমাতে একটি দেশি, একটি একনলা বন্দুকসহ প্রচুর কার্তুজ উদ্ধার হল। প্রচুর বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করে গড়বেতা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
গড়বেতায় বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১ - miscreant
গড়বেতার খড়কুশমাতে একটি দেশি, একটি একনলা বন্দুকসহ প্রচুর কার্তুজ উদ্ধার হল। প্রচুর বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করে গড়বেতা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
গোপন সূত্রে খবর পেয়ে আজ নুর হোসেন দালালের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করে একটি দেশি বন্দুক, একটি একনলা বন্দুক ও বন্দুক তৈরির বেশ কিছু সরঞ্জাম। অস্ত্র উদ্ধারের পাশাপাশি পুলিশ গ্রেপ্তার করেছে নুর হোসেন দালালকে। কয়েকদিন আগেই বাজি বিস্ফোরণে উড়ে গেছে এক তৃণমূল নেতার বাড়ি। তার রেশ কাটতে না কাটতেই এবার উদ্ধার হল অস্ত্র। যদিও এই বিষয়ে এখনও কিছু বলতে চায়নি ধৃত ব্যক্তি।
বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখানে বন্দুক তৈরি করা হত, না কি এনে রাখা হয়েছে সে বিষয়ে খোঁজখবর চালাচ্ছে পুলিশ। আজ নুরকে গড়বেতা কোর্টে তোলা হয়।