পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

ক্ষত-বিক্ষত মুখ, মুচিবাজারে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ - Ultodanga murder

মুচিবাজারে ডালপট্টি থেকে আজ সকালে উদ্ধার হয় ক্ষত-বিক্ষত একটি দেহ । পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুনই করা হয়েছে ।

death
ফাইল ছবি

By

Published : Aug 19, 2020, 11:20 AM IST

কলকাতা, 19 অগাস্ট : মুখে ধারালো অস্ত্রের একাধিক ক্ষত চিহ্ন । রক্তে ভেসে যাচ্ছে গলাও । মুচিবাজারে ডালপট্টি থেকে আজ সকালে উদ্ধার হয় ক্ষত-বিক্ষত একটি দেহ । পুলিশের প্রাথমিক অনুমান, খুনই করা হয়েছে রাহুল সাউ নামের ওই ব্যক্তিকে । বয়স 40-এর কোঠায় বলে অনুমান করছে পুলিশ । তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা ।

উলটোডাঙা থানা এলাকার বাজারে রয়েছে বেশ কয়েকটি ডালের গোডাউন । ওই এলাকাটি ডালপট্টি নামেও পরিচিত । কাজ করেন স্থানীয় এবং বাইরের বহু যুবক । আজ সকালেও অন্যান্য দিনের মতো কাজের জায়গায় যান তাঁরা । এক কর্মী দেখেন, ওই গো-ডাউনের ভিতর পড়ে রয়েছে রাহুলের নিথর দেহ । রক্তে ভেসে যাচ্ছে । মুখে ক্ষতের চিহ্ন রয়েছে । গভীর ক্ষত গলার কাছেও । এছাড়াও শরীরে একাধিক ক্ষত । রক্তাক্ত দেহ দেখে ভয় পেয়ে যান ওই কর্মী । অন্যান্য কর্মীদের খবর দেন ।

খবর দেওয়া হয় উলটোডাঙা থানায় । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে রাহুলকে । খবর দেওয়া হয় লালবাজারে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।

গোডাউনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । স্থানীয় এলাকার CCTV ফুটেজ সংগ্রহ শুরু করেছে পুলিশ । কীভাবে মৃত্যু হল ওই যুবকের তা ময়নাতদন্তের রিপোর্টের পরই বোঝা যাবে । কিন্তু ওই যুবককে যে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছে সেই বিষয় স্পষ্ট । তাই কে বা কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ । যদি খুনই হয়, তবে কী কারণে খুন করা হল ওই যুবককে তদন্তে আসতে পারে সেই তথ্যও ।

ABOUT THE AUTHOR

...view details