ক্যানিং, 26 মে : এক নাবালককে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । এলাকার মহিলারা তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে । ঘটনাটি ক্যানিং থানার শ্মশানঘাট পাড়ার ।
নাবালককে যৌন হেনস্থা, অভিযুক্তকে গণধোলাই - police
আট-ন'মাস ধরে নাবালককে যৌন হেনস্থার অভিযোগ । অভিযুক্ত ব্য়ক্তিকে গাছে বেঁধে মারধর করল এলাকার মহিলারা ।
অভিযুক্ত ব্যক্তি বাসুদেব বিশ্বাস (55) । গত আট মাস ধরে এক নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । গতকাল ওই নাবালক অসুস্থ হয়ে পড়ে । তাকে প্রশ্ন করায় বিষয়টি জানতে পারে বাড়ির লোকজন । পরে সেই খবর যায় গ্রামবাসীদের কাছে । তারা আজ সকালে বাসুদেবকে গাছে বেঁধে মারধর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ । ওই নাবালকের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে বাসুদেবকে আটক করা হয় ।
নির্যাতিতর মা বলেন, "আমি কাজের জন্য সকালে বেরিয়ে যাই । রাত 9 টার পর বাড়ি ফিরি । আজ দেখি ছেলে বিছানা থেকে উঠতে পারছে না । ছেলেকে জিজ্ঞাসা করায় বিষয়টি জানতে পারি । ওর মুখ চেপে ধরে জোর করে এসব করত । প্রায় আট-ন'মাস ধরে এসব করে আসছে । আমি চাই শাস্তি হোক । আর যেন কোনও ছেলেমেয়ের সঙ্গে এরকম না করতে পারে ।"