পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / jagte-raho

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মানিকচক, ধৃত 2

রবিবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাকরিবাধা সিংপাড়া৷ বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরন বলে অনুমান করছে স্থানীয়রা । ঘটনায় দুই দুষ্কৃতি আহত ।

bomb blast
উদ্ধার ৬টি বোমা

By

Published : Jan 6, 2020, 2:26 PM IST

মালদা, ৬ জানুয়ারি : বোমা তৈরি করতে গিয়ে ফেটে গুরুতর আহত 2 দুষ্কৃতী । বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাকরিবাঁধা সিংপাড়া এলাকা ৷ বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে । কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় অন্য দুই দুষ্কৃতীকে পড়ে থাকতে দেখা যায় । তড়িঘড়ি তাদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে সোমবার তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বেশ কিছুদিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছিল এলাকায় । কাকরিবাধায় একটি বাগানে অজ্ঞাতপরিচয় যুবককে ঘোরাঘুরি করতে দেখা যেত ৷ রাস্তার মোড়ে নেশা করত কয়েকজন । গ্রামবাসীরা প্রতিবাদ করায় তাদের হুমকি শুনতে হত । গতকাল রাতে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় মানুষজন । বিস্ফোরণে আহত দুই ব্যক্তি সিটু মণ্ডল (২০) ও কৃষ্ণ চৌধুরি (২১)। দুজনেই ভূতনি থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় জড়িত দুজন দুষ্কৃতী ঘটনাস্থান থেকে মোটরবাইকে করে পালিয়ে যায় ৷ খবর দেওয়া হয় থানায় ৷ ঘটনাস্থান থেকে ৬টি তাজা ছোটো বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা বর্তমানে পুলিশি নিরাপত্তায় মালদা হাসপাতালে চিকিৎসাধীন ৷

উদ্ধার ৬টি বোমা

স্থানীয় এক মহিলা মৌসুমি সিংহ জানান, “এই ঘটনার পরে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি ৷ এই জায়গায় দিনে দুপুরে বাইরের লোকজন বাইক নিয়ে এসে মদ্যপান করে৷ কেউ কিছু বলতে গেলেই উলটে আমাদের হুমকি দেয়৷” স্থানীয় আরেক বাসিন্দা মনোরঞ্জন কর্মকার জানান, “স্থানীয় মন্দিরে রক্তের দাগ রয়েছে ৷ কীভাবে বোমা বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি ৷ তবে বিস্ফোরণে ওই ব্যক্তিদেরই ক্ষতি হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details