মুর্শিদাবাদে উদ্ধার 540 বোতল ফেনসিডিল এবং দুকেজি গাঁজা,গ্রেপ্তার 1 - BSF
বাংলাদেশ পাচারের আগে দুকেজি গাঁজা এবং 540 বোতল ফেনসিডিল সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF । দুটি বিচ্ছিন্ন ঘটনাই মুর্শিদাবাদের ।
সাগরপাড়া,23 জুলাই: বাংলাদেশ পাচারের আগে গতকাল রাতে কাঁটাতার এলাকা থেকে উদ্ধার প্রচুর নিষিদ্ধ ফেনসিডিল ও গাঁজা। দুটি বিচ্ছিন্ন ঘটনাই মুর্শিদাবাদের । যদিও বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করে । BSF সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইকবাল হোসেন শেখ। তার বাড়ি সাগরপাড়া থানা এলাকার নতুন বামনাবাদে। ধৃতকে বাজেয়াপ্ত নিষিদ্ধ মাদক সহ তুলে দেওয়া হয়েছে সাগরপাড়া থানার পুলিশের হাতে। তবে,540 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা গেলেও,ধরা যায়নি পাচারকারীকে।
BSF সূত্রে জানা গিয়েছে, কাঁটাতার পার হওয়ার সময় বামনাবাদ BOP ( বর্ডার আউট পোস্ট) সীমান্ত এলাকায় BSF-র নজরে পড়ে ইকবাল হোসেন শেখ। তাড়া করে তাকে ধরে দুকেজি গাঁজা উদ্ধার করে BSF । অন্যদিকে রাজানগর BOP থেকে উদ্ধার হয়েছে 540 বোতল নিষিদ্ধ ফেনসিডিল। পদ্মায় স্পিড বোট নিয়ে ধাওয়া করে লখাধিক টাকার ফেনসিডিলের বোতলগুলি উদ্ধার করে।