লাস ভেগাস, 4 এপ্রিল :আমার দেশের শিশুরা আর কেউ তারা খসার দৃশ্য আঁকছে না, আঁকছে বোমারু বিমান-রকেটের ছবি ৷ ধ্বংস হয়ে যাওয়া একের পর এক শহর, মানুষের মৃত্যুতে তীব্র হাহাকার ইউক্রেনজুড়ে ৷ এই হাহাকার সুরের মূর্ছনায় পূর্ণ করতে হবে আপনাদেরকেই ৷ গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে দেশকে বাঁচাতে মিউজিসিয়ানদের প্রতি কাতর আর্জি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Zelenskyy tells Grammys to fill Ukraine's silence with music) ৷
লাস ভেগাসে 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ আচমকাই এদিন তাঁর ভিডিওবার্তা নিয়ে হাজির হন ইউক্রেন প্রেসিডেন্ট (Volodymyr Zelenskyy made a surprise appearance at the 64th Annual Grammy Awards on Sunday) ৷ জেলেনস্কি জানান, রুশ আগ্রাসন তিলে তিলে বিনাশ করছে ইউক্রেনীয়দের স্বপ্ন ৷ তিনি বলেন, "ইউক্রেনের অবস্থা এমনই যে সুরকাররা টুক্সেডাস নয়, বর্ম পরছেন ৷ গান গাইছেন হাসপাতালে জখমদের সঙ্গে ৷ সে গান হয়তো কেউ শুনছেও না ৷ তবে আমি নিশ্চিত দেশের এই দুর্দিনে মিউজিকই দিশা এনে দেবে ৷"