পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

X Rolls out Audio-Video Calls: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে এক্স আনল অডিয়ো-ভিডিয়ো কল, জেনে নিন নতুন ফিচার - এক্স নতুন ফিচার

X Rolls out Audio-Video Calls Feature: মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে ইলন মাস্কের এক্স কর্প এ বার চালু করল অডিয়ো এবং ভিডিয়ো কলের নতুন ফিচার । এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

X Rolls out Audio-Video Calls
এক্স নতুন ফিচার

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 8:03 PM IST

হায়দরাবাদ, 26 অক্টোবর: এ বার আর শুধু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নয়, এক্স (পূর্বের টুইটার)-এও করা যাবে অডিয়ো ও ভিডিয়ো কল ৷ এক্স-কে একটি 'এভরিথিং অ্যাপ' বা 'সব কাজের অ্যাপ' হিসেবে তুলে ধরার প্রয়াসে এ বার ইলন মাস্কের এক্স কর্প তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন একটি নতুন ফিচার এনেছে যার মাধ্যমে অডিয়ো ও ভিডিয়ো কল করা যাবে ৷

প্রযুক্তি উত্সাহীদের বিশ্বাস, এই পদক্ষেপটি এক্স-মেটা প্রতিদ্বন্দ্বিতার ফল ৷ মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে টেক্কা দেওয়ার জন্যই মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এই সর্বশেষ ফিচারটি আনল ৷

এক্স হ্যান্ডেল ডোজডিজাইনার দ্বারা এই ফিচার সম্পর্কিত বিশদ পোস্টের উত্তর দিয়ে এক্স-এ এই নতুন বৈশিষ্ট্যের ঘোষণা করেছেন ইলন মাস্ক । তিনি লিখেছেন, "এক্সে ভিডিয়ো এবং অডিয়ো কলিংয়ের প্রাথমিক সংস্করণ ৷"

এ দিন সোশাল মিডিয়া অ্যাপটি খোলার সময় বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী একটি বিজ্ঞপ্তি পেয়েছেন, যাতে লেখা ছিল: "অডিয়ো এবং ভিডিয়ো কল এখানে !" অ্যাপের সেটিংসের মধ্যে একটি নতুন 'অডিয়ো এবং ভিডিয়ো কলিং এনাবেল (সক্ষম) করুন' বলে অপশনও রয়েছে । এতে বলা আছে, "আপনি বৈশিষ্ট্যটি চালু করতে পারেন এবং তারপরে আপনি কার সঙ্গে এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তা নির্বাচন করতে পারেন ।"

আরও পড়ুন:নীল পাখি সরিয়ে এল 'এক্স', টুইটারের নাম বদলালেন ইলন মাস্ক

নতুন ফিচারটি শুরু করার আগে প্রাথমিকভাবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তার ব্যবহারকারীদের একটি গোপন পোস্ট দিয়ে টিজ করেছিল, তারা লিখেছিল "এর জন্য প্রস্তুত...?"

এক্স-এর মতে, নতুন ফিচারটি আপনার অ্যাড্রেস বইয়ের লোকেদের, আপনি যাঁদের অনুসরণ করেন, যাচাইকৃত ব্যবহারকারী বা তিনটি বিকল্পের সবকটি থেকে অডিয়ো এবং ভিডিয়ো কল করার অনুমতি দেয় ।

এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো গত মাসে নিশ্চিত করেছিলেন যে, একে 'সবকিছুর অ্যাপ'-এ রূপান্তরের অংশ হিসাবে ভিডিয়ো কল আসবে । এক্স সিইও বলেন যে শীঘ্রই, "আপনি প্ল্যাটফর্মে কারওকে আপনার ফোন নম্বর না-দিয়েও ভিডিয়ো চ্যাট কল করতে সক্ষম হবেন ৷"

এছাড়াও দুটি নতুন প্রদত্ত প্রিমিয়াম স্তরের সূচনা করতে চলেছে এক্স ৷ বিজ্ঞাপন-সহ সেই স্তরের একটির দাম বর্তমান প্রতি মাসে আট মার্কিন ডলারের কম হবে ৷ অন্য স্তরটি আরও ব্যয়বহুল হবে, তবে সেখান থেকে সমস্ত বিজ্ঞাপন মুছে ফেলা হবে বলে জানিয়েছেন বিলিয়নেয়ার ৷

এক্স-এর মালিক তাঁর পোস্টে জানান, "এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দুটি নতুন স্তর শীঘ্রই চালু হচ্ছে ৷ একটি হল কম খরচে সব ফিচার, কিন্তু বিজ্ঞাপনে কোনও রাশ নেই ৷ আর অন্যটি আরও ব্যয়বহুল, কিন্তু কোনও বিজ্ঞাপন নেই ৷"(সংবাদসংস্থা আইএএনএস)

আরও পড়ুন:মানসিক আঘাতের ফলেই মাস্কের একাধিক সম্পর্ক ও সন্তান, জীবনীতে লিখলেন আমেরিকান লেখক

ABOUT THE AUTHOR

...view details