হায়দরাবাদ, 26 অক্টোবর: এ বার আর শুধু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নয়, এক্স (পূর্বের টুইটার)-এও করা যাবে অডিয়ো ও ভিডিয়ো কল ৷ এক্স-কে একটি 'এভরিথিং অ্যাপ' বা 'সব কাজের অ্যাপ' হিসেবে তুলে ধরার প্রয়াসে এ বার ইলন মাস্কের এক্স কর্প তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন একটি নতুন ফিচার এনেছে যার মাধ্যমে অডিয়ো ও ভিডিয়ো কল করা যাবে ৷
প্রযুক্তি উত্সাহীদের বিশ্বাস, এই পদক্ষেপটি এক্স-মেটা প্রতিদ্বন্দ্বিতার ফল ৷ মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে টেক্কা দেওয়ার জন্যই মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এই সর্বশেষ ফিচারটি আনল ৷
এক্স হ্যান্ডেল ডোজডিজাইনার দ্বারা এই ফিচার সম্পর্কিত বিশদ পোস্টের উত্তর দিয়ে এক্স-এ এই নতুন বৈশিষ্ট্যের ঘোষণা করেছেন ইলন মাস্ক । তিনি লিখেছেন, "এক্সে ভিডিয়ো এবং অডিয়ো কলিংয়ের প্রাথমিক সংস্করণ ৷"
এ দিন সোশাল মিডিয়া অ্যাপটি খোলার সময় বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী একটি বিজ্ঞপ্তি পেয়েছেন, যাতে লেখা ছিল: "অডিয়ো এবং ভিডিয়ো কল এখানে !" অ্যাপের সেটিংসের মধ্যে একটি নতুন 'অডিয়ো এবং ভিডিয়ো কলিং এনাবেল (সক্ষম) করুন' বলে অপশনও রয়েছে । এতে বলা আছে, "আপনি বৈশিষ্ট্যটি চালু করতে পারেন এবং তারপরে আপনি কার সঙ্গে এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তা নির্বাচন করতে পারেন ।"
আরও পড়ুন:নীল পাখি সরিয়ে এল 'এক্স', টুইটারের নাম বদলালেন ইলন মাস্ক