পশ্চিমবঙ্গ

west bengal

Sanna Marin Files for Divorce: বিবাহবিচ্ছেদের পথে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন

By

Published : May 11, 2023, 12:34 PM IST

2019 সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় সানা মারিন সর্বকনিষ্ঠ ছিলেন যিনি বিশ্বে সবচেয়ে কম বয়সে এই পদে আসীন হন ৷ 2020 সালের অগস্টে মার্কাস রাইকোনেনের সঙ্গে তাঁর বিয়ে হয় । তবে তিন বছরের সেই বিয়ে এ বার ভাঙতে চলেছে ৷

Sanna Marin Files for Divorce
বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন

হায়দরাবাদ, 11 মে: ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী 37 বছর বয়সি সানা মারিন বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলেন ৷ তিনি ও তাঁর স্বামী মার্কাস রাইকোনেন যৌথভাবে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন বলে খবর ৷ দ্য গার্ডিয়ান জানিয়েছে যে, তাঁরা পৃথকভাবে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "আমরা 19 বছর একসঙ্গে এবং আমাদের প্রিয় কন্যার জন্য কৃতজ্ঞ । আমরা সেরা বন্ধু থাকব ৷" চার বছর আগে নর্ডিক দেশে শপথ নেওয়ার সময় সানা মারিন ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিন ও রাইকোনেনের পাঁচ বছরের একটি কন্যা রয়েছে ৷ একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে কাজ করেছেন রাইকোনেন ৷ তাঁরা 2020 সালে বিয়ে করেন ৷ সেই সময় প্রধানমন্ত্রী পদে আসীন মারিন কোভিড-19 অতিমারি মোকাবিলায় দেশের জন্য লড়াই চালাচ্ছেন । 2020 সালের অগস্টে রাইকোনেনের সঙ্গে তাঁর বিয়ের পর মারিন ইনস্টাগ্রামে লেখেন, "আমরা আমাদের যৌবন একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে প্রাপ্তবয়স্ক হয়েছি এবং একসঙ্গে আমাদের প্রিয় মেয়ের জন্য বাবা-মা হয়েছি ৷"

2019 সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন

বিয়ের ঠিক পরের দিন জীবনের এই সুন্দর মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়ে মারিন লিখেছিলেন, "গতকাল আমরা বলেছিলাম যে আমরা একে অপরের সঙ্গে আছি । আমি যাঁকে ভালোবাসি তাঁর সঙ্গে আমার জীবন ভাগ করে নেওয়ার জন্য খুশি এবং কৃতজ্ঞ । আমরা একসঙ্গে অনেক কিছু দেখেছি এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আনন্দ এবং দুঃখ ভাগ করেছি এবং উত্থান-পতনে একে অপরকে সমর্থন করেছি ৷"

মারিন তাঁর কন্যার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, "আমি ভেবেছিলাম যে কোনও কিছুই সম্ভব কারণ আমার মা আমাকে বলেছিলেন যে, আমি কিছু হতে পারি ৷ সেটাই আমি আমার মেয়েকে প্রতিদিন বলি । মেয়েদের সমর্থন করুন, কারণ মেয়েরা বিশ্বকে বদলে দেয় ৷" মারিন এবং তাঁর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গত মাসে ফিনল্যান্ডের পার্লামেন্টের নির্বাচনে হেরে যায় ৷ প্রতিবেদনে বলা হয়েছে, মারিনকে বিশ্বজুড়ে ভক্তরা প্রগতিশীল নতুন নেতাদের জন্য সহস্রাব্দের রোল মডেল হিসাবে বিবেচনা করেন ৷

2020 সালে মার্কাস রাইকোনেনের সঙ্গে বিয়ে

আরও পড়ুন:ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর পাশে হিলারি ক্লিনটন, পোস্ট করলেন নিজের নাচের ছবি

ABOUT THE AUTHOR

...view details