পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Chinese Defence Minister Missing: 'নিখোঁজ' চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু, দাবি আমেরিকার কুটনীতিকের - বেজিং

জনসমক্ষে দেখা যাচ্ছে না চিনের এক মন্ত্রীকে ৷ প্রায় দু'সপ্তাহের বেশি সময় ধরে তিনি বেপাত্তা ৷ বিষয়টি প্রথম খেয়াল করেন জাপানে আমেরিকার রাষ্ট্রদূত ৷

ETV Bharat
নিখোঁজ চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:43 AM IST

বেজিং, 17 সেপ্টেম্বর: নিখোঁজ চিনের আরেক মন্ত্রী ৷ দু'সপ্তাহেরও বেশি সময় ধরে দেখা যাচ্ছে না চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে ৷ কয়েক মাস আগে চিনের বিদেশমন্ত্রী কিং গ্যাং নিরুদ্দেশ হয়ে যান ৷ এবার উধাও হলেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ বিষয়টি প্রথম নজরে আনেন জাপানে আমেরিকার রাষ্ট্রদূত রাহম ইম্যানুয়েল ৷

শুক্রবার তিনি সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) শেক্সপিয়রের একটি উদ্ধৃতি উল্লেখ করে লেখেন, "শেক্সপিয়র হ্যামলেটে লিখেছিলেন ডেনমার্কে কিছু একটা পচেছে তার গন্ধ পাওয়া যাচ্ছে ৷ ঠিক তেমনই 3 সপ্তাহ ধরে চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে দেখা যাচ্ছে না ৷ তাঁকে কোথাও কিছু বলতেও শোনা যাচ্ছে না ৷ ভিয়েতনাম সফরে তিনি ছিলেন না ৷ এবার সিঙ্গাপুর নৌবাহিনীর প্রধানের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা ছিল ৷ সেই বৈঠকটিতেও তিনি অনুপস্থিত রইলেন ৷ তাহলে কি তিনি গৃহবন্দি ? হয়তো সেখানে তাঁকে ঘিরে রাখা হয়েছে ৷ তবে একটা ভালো খবর, তিনি কাউন্ট্রি গার্ডেন রিয়্যাল এস্টেট ডেভেলপলারদের কাছে তাঁর ঋণ মিটিয়ে দিয়েছেন ৷"

জনসমক্ষে লি-কে শেষবার দেখা গিয়েছিল 29 অগস্ট ৷ তিনি বেজিংয়ে একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বক্তৃতা দিচ্ছিলেন ৷ অগস্টের শুরুতেও তিনি রাশিয়া এবং বেলারুসে গিয়েছিলেন ৷ তবে 29 অগস্টের পর তাঁর হানোই যাওয়ার কথা ছিল ৷ সেখানে চিন-ভিয়েতনামের বার্ষিক সভা ছিল ৷ সেই বৈঠক বাতিল হয় ৷ ওই সপ্তাহেই সিঙ্গাপুরের সামরিক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকেও তিনি হাজির ছিলেন না ৷ ভিয়েতনাম প্রশাসনকে বেজিং জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি লি ৷

আরও পড়ুন: কিম জং উনের রাশিয়া সফরে চিন্তিত পশ্চিমী দুনিয়া, ইউক্রেনের উপর নয়া বিপদের আশংকা!

একইভাবে চলতি বছরের জুলাই মাসেই নিরুদ্দেশ হয়ে যান চিনের বিদেশমন্ত্রী কিং গ্যাং ৷ 25 জুন বেজিংয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরির সঙ্গে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ৷ এরপর থেকে তিনি বেপাত্তা ৷ এমনকী বিদেশ মন্ত্রকের দায়িত্বে আনা হয় ওয়াং ইকে ৷ এবার লি শাংফুর সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে বিভিন্ন মহল আগ্রহ দেখিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details