বেজিং, 23 নভেম্বর: রহস্যজনকভাবে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে চিনের একের পর এক শিশু ৷ ইনফ্লুয়েঞ্জার মতো এই রোগটি ঠিক কী, তা শনাক্ত করা সম্ভব হয়নি ৷ তবে প্রোমেড নামের একটি রোগ বিশেষজ্ঞ নজরদারি সংস্থা একে 'অজানা নিউমোনিয়া' বলেই উল্লেখ করেছে ৷ চিনের বেজিংয়ে শিশুদের হাসপাতালগুলি এই অজানা সংক্রমণের রোগীতে ভর্তি হয়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, এই কারণে বহু স্কুল বন্ধ রাখা হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই অজানা রোগের বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ৷ হু চিনের কাছে এই অজানা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের বিষয়ে রিপোর্ট তলব করেছে ৷ সংবাদমাধ্যমেও ইনফ্লুয়েঞ্জার মতো অজানা রোগে শিশুদের আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে ৷
তাতে জানা গিয়েছে, শিশুরা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছে ৷ 12 নভেম্বর চিনের ন্যাশনাল হেলথ কমিশন সাংবাদিক বৈঠকে দেশে বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে ৷ এনএইচসি মনে করছে, কোভিড-19 সংক্রমণের সময় জীবন অনেক নিয়ন্ত্রিত ছিল ৷ নানাবিধ প্রোটোকল মেনে চলতে হত ৷ এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত ৷ সেই নিয়মগুলিও মানা হয় না ৷ সেই জন্যে এই শ্বাসকষ্টজনিত সমস্যা ফিরে এসেছে ৷
প্রোমেড নামের একটি সংস্থা বিশ্বে বিভিন্ন সংক্রমণের উপর নজরদারি চালায় ৷ এই সংস্থাটি শিশুদের মধ্যে এই রোগটিকে 'অজানা নিউমোনিয়া' বলে উল্লেখ করেছে ৷ বিশ্বে করোনা অতিমারি আকার ধারণ করার আগে 2019 সালের ডিসেম্বরে প্রোমেড সার্ক-কোভ-2 বিষয়ে সতর্ক করেছিল ৷ তাইওয়ানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে ৷ এপিডেমিওলজিস্ট এরিক ফিগল ডিনহ হাসপাতাল থেকে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ৷
প্রোমেড-এর রিপোর্ট অনুযায়ী, শিশুদের জ্বর হচ্ছে এবং শরীরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে ৷ এর সঙ্গে শ্বাস নেওয়া ও ছাড়ার অসুবিধে দেখা দিচ্ছে ৷ চিনের চিরাচরিত পদ্ধতিতে চিকিৎসা হয় এমন হাসপাতালগুলিতেও শিশুদের দীর্ঘ লাইন চোখে পড়ছে ৷ পরিস্থিতি এমনই যে, অনেক জায়গায় রোগীদের বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ৷ কয়েকজন প্রাপ্তবয়স্কও এই 'অজানা নিউমোনিয়া' রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ প্রোমেড তাদের রিপোর্টে জানিয়েছে, "অজানা কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতা ছড়িয়ে পড়ছে ৷ ঠিক কবে এই রোগের প্রাদুর্ভাব হয়েছে, তা জানা যায়নি ৷ তবে এত তাড়াতাড়ি এভাবে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে, এটা অস্বাভাবিক ৷"
আরও পড়ুন:
- করোনার নয়া প্রাণঘাতী প্রজাতির সন্ধান, হাজার হাজার বিড়ালের মৃত্যু!
- ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট, ব্রিটেনে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’
- করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের