লন্ডন, 21 জুলাই: মাঙ্কিপক্স (Monkeypox)-কে 'আন্তর্জাতিক সংকট' (Global Emergency) হিসাবে ঘোষণা করা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ফের একবার জরুরি বৈঠকে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) বা হু (WHO)-এর আপদকালীন কমিটি ৷ এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু'বার একই ইস্যুতে আলোচনায় বসলেন কমিটির সদস্যরা ৷ যদিও বিজ্ঞানীদের একাংশ এখনই এই বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে নারাজ ৷ তাঁদের যুক্তি, আফ্রিকায় যে হারে রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তার সঙ্গে উন্নত দেশগুলির পরিস্থিতির বিরাট ফারাক রয়েছে ৷ আর এই ঘটনাই গোটা বিষয়টিকে জটিল করে তুলেছে ৷
আফ্রিকার বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই তাদের মহাদেশে এই মহামারীকে 'সংকট' হিসাবে গণ্য করতে শুরু করে দিয়েছে ৷ কিন্তু, ইউরোপ, উত্তর আমেরিকা-সহ বিশ্বের অন্য়ান্য প্রান্তে মাঙ্কিপক্সের যে প্রাদুর্ভাব ঘটেছে, তা তুলনামূলকভাবে অনেকটাই মৃদু ৷ তাই এখনই সেখানে মাঙ্কিপক্সকে সংকট হিসাবে ঘোষণা করতে চাইছে না প্রশাসন ৷ বদলে, আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখেই পদক্ষেপ করার কথা ভাবা হয়েছে ৷