কলকাতা, 15 জানুয়ারি: রবিবার নেপালের বিমান দুর্ঘটনায় কমপক্ষে 67 জনের মৃত্যু হয়েছে (63 died in Nepal Plane Crash)৷ মৃতদের মধ্যে রয়েছেন 5 জন ভারতীয়ও ৷ কী কারণে এদিন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নেপালে, তা নিয়ে এখনও তদন্ত রিপোর্ট প্রকাশ করা না-হলেও দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে (Nepal Plane Crash Video) ৷
ভাইরাল ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ আকাশ থেকে নীচের দিকে নেমে আসছে বিমানটি ৷ এক সময় সেটিকে একপাশে হেলে গিয়ে উলটে যেতেও দেখা যায় ৷ শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দও ৷ উল্লেখ্য, এদিন ইয়েতি এয়ারলাইন্সের 9এন-এএনসি এটিআর-72 বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পর পোখড়া বিমানবন্দরে ভেঙে পড়ে (Pokhara Plane Crash) ৷
আরও পড়ুন:নেপালে বিমান দুর্ঘটনায় 44 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন