তিরায়া (ভেনেজুয়েলা), 6 সেপ্টেম্বর:গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি গাঁজা উদ্ধার হল বলে ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী (Venezuela Armed Forces) সোমবার ঘোষণা করেছে ৷ শনিবার সেনাবাহিনীর আধিকারিকরা ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে 3.1 মার্কিন টন (2.8 মেট্রিক টন) গাঁজা, প্রায় 18 পাউন্ড (8 কেজি) কোকেন এবং অতিরিক্ত আউটবোর্ড বহনকারী একটি জাহাজকে আটক করেছে ৷ একথা জানিয়েছেন বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সের অপারেশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের জেনারেল ডমিঙ্গো হার্নন্দেজ (General Domingo Hernandez) ।
তিনি বলেন, "জাহাজটি কলম্বিয়া থেকে মার্টিনিক দ্বীপে যাচ্ছিল । তাতে থাকা 12 জনকে আটক করা হয়েছে । সবাই ভেনেজুয়েলান এবং কলম্বিয়াভিত্তিক গুয়াজিরার কার্টেলের জন্য কাজ করছিলেন । জাহাজ থেকে প্রায় 6 হাজার 293 পাউন্ড (2 হাজার 857 কিলো) গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও সাতটি অতিরিক্ত মোটর পাশাপাশি জ্বালানী এবং একটি স্যাটেলাইট ফোন-সহ 33টি বড় স্টোরেজ কন্টেইনার ছিল ।"