ওয়াশিংটন, 15 অগস্ট: স্বাধীন ভারত গণতন্ত্র, প্রজাতন্ত্র এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় আজও এক এবং অনন্য। মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের 77তম স্বাধীনতা দিবস ৷ ইতিমধ্যেই লালকেল্লায় পতাকা উত্তোলন করে জাতীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ তার কিছুক্ষণ আগে শুভেচ্ছা এল মার্কিন মুলুক থেকেও ৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতবাসীকে 77তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন।
সমগ্র যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে স্বাধীনতার 76 বছরপূর্তির মাহেন্দ্রক্ষণে তিনি জানান, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'দৃঢ় বন্ধন' রয়েছে ৷ দু'টি দেশ একটি উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল বিশ্বের জন্য একসঙ্গে কাজ করে। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, "আজ 15 অগস্ট স্বাধীনতার 76 বছরপূর্তিতে আমরা ভারতবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ এই গুরুত্বপূর্ণ দিনে, আমরা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গভীরতা প্রতিপলিত হয় ৷ আমরা ভারতবাসীর গর্বের ইতিহাস উদযাপন করছি, যারা দুই দেশের সুদৃঢ় বন্ধনের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি ৷