ওয়াশিংটন, 5 এপ্রিল: প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের আইনি ফি হিসেবে 120,000 মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দিল ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আপিল আদালত ৷ স্থানীয় সময় মঙ্গলবার নবম মার্কিন সার্কিট কোর্ট অফ অ্যাপিল ড্যানিয়েলসকে ট্রাম্পের অ্যাটর্নিদের আইনি ফি বাবদ 120,000 মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে । ভারতীয় মুদ্রায় যার মূল্য 98 লাখ টাকারও বেশি ৷
স্টর্মি ড্যানিয়েলস প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলায় হেরে গিয়েছেন বলে জানিয়েছে সিএনএন । দুজনের মধ্যে কথিত সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য ড্যানিয়েলসকে চুপচাপ অর্থ প্রদান করেছেন ট্রাম্প - প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনই 34টি অভিযোগ যে দিন ম্যানহাটনের আদালতে আনা হয়, সে দিনই ট্রাম্পের আইনজীবীদের খরচ বহনের জন্য ড্যানিয়েলসকে নির্দেশ দেয় দেয় আদালত ৷
যৌন কেচ্ছা ধামাচাপা দিতে লুকিয়ে ঘুষ দেওয়ার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক রেকর্ড ভুয়ো করার 34টি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে । এই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হল ।
দেওয়ানি মামলাটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের গ্রেফতারি এবং নিউইয়র্কে তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সঙ্গে সম্পর্কিত নয় - তবে উভয়ের সঙ্গে ড্যানিয়েলস জড়িত ৷ তাঁকে বিবাহ বহির্ভুত সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য 2016 সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময় চুপচাপ 130,000 মার্কিন ডলার দেওয়া হয়েছিল বলে অভিযোগ ।