পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Donald Trump: মানহানির মামলা খারিজ, ট্রাম্পের আইনি খরচ বাবদ আরও 98 লাখ দেওয়ার নির্দেশ ড্যানিয়েলসকে

মানহানির মামলা খারিজ হয়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্পের আইনি খরচ বাবদ আরও 98 লাখ টাকা দেওয়ার জন্য মার্কিন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত ৷

Donald Trump ETV Bharat
ডোনাল্ড ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলস

By

Published : Apr 5, 2023, 12:46 PM IST

ওয়াশিংটন, 5 এপ্রিল: প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের আইনি ফি হিসেবে 120,000 মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দিল ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আপিল আদালত ৷ স্থানীয় সময় মঙ্গলবার নবম মার্কিন সার্কিট কোর্ট অফ অ্যাপিল ড্যানিয়েলসকে ট্রাম্পের অ্যাটর্নিদের আইনি ফি বাবদ 120,000 মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে । ভারতীয় মুদ্রায় যার মূল্য 98 লাখ টাকারও বেশি ৷

স্টর্মি ড্যানিয়েলস প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলায় হেরে গিয়েছেন বলে জানিয়েছে সিএনএন । দুজনের মধ্যে কথিত সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য ড্যানিয়েলসকে চুপচাপ অর্থ প্রদান করেছেন ট্রাম্প - প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনই 34টি অভিযোগ যে দিন ম্যানহাটনের আদালতে আনা হয়, সে দিনই ট্রাম্পের আইনজীবীদের খরচ বহনের জন্য ড্যানিয়েলসকে নির্দেশ দেয় দেয় আদালত ৷

যৌন কেচ্ছা ধামাচাপা দিতে লুকিয়ে ঘুষ দেওয়ার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক রেকর্ড ভুয়ো করার 34টি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে । এই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হল ।

দেওয়ানি মামলাটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের গ্রেফতারি এবং নিউইয়র্কে তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সঙ্গে সম্পর্কিত নয় - তবে উভয়ের সঙ্গে ড্যানিয়েলস জড়িত ৷ তাঁকে বিবাহ বহির্ভুত সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য 2016 সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময় চুপচাপ 130,000 মার্কিন ডলার দেওয়া হয়েছিল বলে অভিযোগ ।

ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছে সিএনএন । ড্যানিয়েলস 2018 সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন ৷ তাঁর অভিযোগ ছিল, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে ট্রাম্পের সঙ্গে তাঁর কথিত সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য একটি পার্কিং লটে হুমকি দিয়েছিলেন ৷ এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷

2018 সালের অক্টোবর মাসে মামলাটি খারিজ করে ফেডারেল বিচারক এস জেমস ওটেরো বলেছিলেন যে, ট্রাম্পের বিবৃতি প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত ছিল ৷ ওটেরো পরবর্তীতে ড্যানিয়েলসকে আইনি ফি হিসেবে প্রায় 293,000 মার্কিন ডলার প্রদানের নির্দেশ দেন । আরেকটি আপিল হারানোর পর ড্যানিয়েলসকে আরও 245,000 মার্কিন ডলার ফি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সিএনএন । ড্যানিয়েলসের আইনি নাম স্টেফানি ক্লিফোর্ড ৷ আপিল আদালতে তাঁর করা আরও একটি আবেদন খারিজ করে দেয় আদালত ৷

2022 সালের মার্চ মাসে ড্যানিয়েলস বলেছিলেন যে, তাঁর প্রাক্তন আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তির করা একটি ব্যর্থ মানহানি মামলার পরে ট্রাম্পকে তিনি একটি পয়সাও দেওয়ার আগে জেলে যাবেন ।

আরও পড়ুন:গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, নিজেকে নির্দোষ দাবি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতির

ABOUT THE AUTHOR

...view details