পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Turkey-Syria Earthquake: ধ্বংসস্তূপে মৃত মায়ের নাড়িতে আটকে সদ্যোজাত, ভূমিকম্পে মৃত প্রায় 8 হাজার - Turkish President Recep Tayyip Erdogan

জীবিত মানুষ বলতে শুধু উদ্ধারকারীরা ৷ তাঁরা তন্ন তন্ন করে ইট-কংক্রিট সরিয়ে প্রাণ খুঁজছেন ৷ এছাড়া চারদিকে সার দিয়ে সাদা কাপড়ে ঢাকা শবদেহ ৷ ভূমিকম্পের ধ্বংসলীলায় শ্মশান তুরস্ক-সিরিয়া (Turkey and Syria devastated in Earthquake) ৷

Earthquake in Turkey
তুরস্ক সিরিয়া ভূমিকম্প

By

Published : Feb 8, 2023, 7:53 AM IST

Updated : Feb 8, 2023, 12:08 PM IST

নূরদাগি (তুরস্ক), 8 ফেব্রুয়ারি: মায়ের নাড়ির সঙ্গে জড়িয়ে সদ্যোজাত ৷ চারদিকে শুধু কংক্রিট, বালি, ভেঙে পড়া বাড়িঘরের চাঙড় আর ধুলো ৷ তার মধ্যে থেকে স্থানীয়রা কান্না শুনতে পেলেন ৷ শুনে মনে হয় সেই গলা কোনও এক নবজাতকের ৷ শুরু হল খোঁজাখুঁজি ৷ ধ্বংসাবশেষের মধ্যে থেকে মিলল সদ্যোজাত । যে তখনও মায়ের নাড়িতে আটকে ৷ কিন্তু মা মারা গিয়েছেন ভূমিকম্পে ৷ পরিবারের আর কেউ বেঁচে নেই ৷ ধ্বংসস্তূপ থেকে তন্ন করে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা ৷ তবে লাশ আর লাশ ৷ সোমবার কাকভোরে 7.8 তীব্রতার ভূমিকম্প, তার 9 ঘণ্টার মধ্যে আবার 7.5 তীব্রতার ভূমিকম্প ৷ 48 ঘণ্টা কেটে গিয়েছে ৷

তুরস্কের দক্ষিণ আর সিরিয়ার উত্তরে মৃতের সংখ্যা বেড়ে 7 হাজার 800 জনে পৌঁছেছে ৷ আর কতজন যে ওই ইট-কংক্রিটের তলায় আটকে আছেন. তার কোনও ধারণা করা যাচ্ছে না ৷ জখম হাজার হাজার মানুষ ৷ হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই ৷ যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসকেরা একের পর এক রোগীর চিকিৎসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ ভূমিকম্পেই শেষ হয়নি ধ্বংসলীলা ৷ এর সঙ্গে একের পর এক আফটারশক অর্থাৎ ভূমিকম্প পরবর্তী কম্পন চলছে ৷ বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলিতে এই কম্পন চলবে ৷ হতে পারে তা সপ্তাহ থেকে মাসের পর মাস ধরে হতে থাকল ৷

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় এত বিধ্বংসী ভূমিকম্প কেন হল ?

গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে অনেকে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন ৷ 12 বছর ধরে চলা যুদ্ধ থেকে প্রাণ বাঁচিয়ে সিরিয়ার উত্তরে বাস করছিলেন বিধ্বস্ত নাগরিকেরা ৷ এই অঞ্চলটি আবার দু'টি ভাগে বিভক্ত । কিছুটা অঞ্চল সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে এবং কিছুটা দেশের বিরোধী 'হোয়াইট হেলমেটস' (White Helmets) দ্বারা পরিচালিত ৷ সেখানে বসবাসকারী উদ্বাস্তুরা রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন সংগঠনের ত্রাণের উপর নির্ভরশীল ৷ সেখানে অনেক বাড়ির দেওয়ালে গুলির গর্ত ৷ রাষ্ট্রসঙ্ঘের ক্যাম্পে কোনও ভাবে দিন কাটাচ্ছিলেন তাঁরা ৷ অনেকেরই শেষরক্ষা হল না ৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে, বিদ্রোহীদের দখলে থাকা উত্তর-পশ্চিম সিরিয়ায় সব দিক দিয়ে সাহায্য পাঠানোর চেষ্টা চালাচ্ছে তারা ৷

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান (Turkish President Recep Tayyip Erdogan) জানিয়েছেন, 8 কোটি 50 লক্ষ মানুষের বাস দেশে ৷ তার মধ্যে 1 কোটি 30 লক্ষ মানুষ এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তিনি 10টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন ৷ তুরস্কে 8 হাজারেরও বেশি মানুষকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে ৷ প্রায় 3 লক্ষ 80 হাজার মানুষ সরকারি ত্রাণ শিবির, হোটেলে আশ্রয় নিয়েছেন ৷ তবে প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মনে ৷ তাঁদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে প্রেসিডেন্ট যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না ৷ 30টি দেশ থেকে ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়াকে সাহায্য পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে মঙ্গলবার ভারত থেকে প্রথম পর্যায়ে প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি, বিশেষজ্ঞ এনডিআরএফ দল, ডগ স্কোয়াড নিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান পৌঁছেছে সেখানে ৷ পরে আরও দু'টি বিমান রওনা দিয়েছে বলে জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

আরও পড়ুন: 12 ঘণ্টার মধ্যেই দ্বিতীয় ভূমিকম্প ! রিখটার স্কেলে আবারও 7 ছাড়াল মাত্রা

Last Updated : Feb 8, 2023, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details