পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Ferry Air India Flight: মাগাদান থেকে আটকে থাকা যাত্রীদের নিয়ে সানফ্রান্সিসকোয় এয়ার ইন্ডিয়ার বিমানের - বিমান বিভ্রাট

ইঞ্জিনের সমস্যার জন্য মাঝপথে সানফ্রান্সিসকোগামী বিমানটিকে রাশিয়ার মাগাদান বিমানবন্দরে নামানো হয় ৷ এরপর সেখানে অস্থায়ী শিবিরে ছিলেন বিমানের যাত্রী ও কর্মীরা ৷ পরে রাশিয়ার মাগাদান থেকে এয়ার ইন্ডিয়ারই আরেকটি বিমানে সানফ্রান্সিসকোয় রওনা দেয় ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Jun 8, 2023, 11:36 AM IST

মাগাদান (রাশিয়া), 8 জুন: আটকে থাকা বিমানযাত্রীদের নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ রাশিয়ার মাগাদান বিমানবন্দরে বহু ভারতীয় যাত্রী অপেক্ষায় ছিলেন ৷ বৃহস্পতিবার সকালের দিকে এয়ার ইন্ডিয়া একটি ছোট্ট বিবৃতিতে জানায়, 8 জুন স্থানীয় সময় সকাল 10.27 মিনিটে এআই 173ডি বিমানটি মাগাদান থেকে সানফ্রান্সিসকোর জন্য যাত্রা শুরু করেছে ৷

বিমানটি সানফ্রান্সিসকো বিমানবন্দরে 8 জুন স্থানীয় সময় মধ্যরাতে 12.15 মিনিট নাগাদ অবতরণ করবে বলে জানা গিয়েছে ৷ সানফ্রান্সিসকোয় বিমানটি অবতরণ করলেই সব যাত্রীদের দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছে ৷ উত্তর-পূর্ব রাশিয়ার ওখোটস্ক সমুদ্রের পাড়ে অবস্থিত মাগাদান ৷ মস্কো থেকে এর দূরত্ব প্রায় 10 হাজার 167 কিমি ৷ আকাশপথে মস্কো থেকে মাগাদান পৌঁছতেই প্রায় 8 ঘণ্টা সময় লাগে ৷

মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার দিল্লি-সানফ্রান্সিসকো বিমান এআই 173 216 সানফ্রান্সিসকোয় যাচ্ছিল ৷ এতে 216 জন যাত্রী এবং 16 জন বিমানকর্মী ছিলেন ৷ মাঝআকাশে ইঞ্জিনে যান্ত্রিক গোলোযোগ দেখা দেওয়ায় তড়িঘড়ি বিমানটিকে রাশিয়ার মাগাদান বিমানবন্দরে নামানো হয় ৷ সেদিন থেকে বিমানটিতে থাকা 232 জন মাগাদানে অস্থায়ী শিবিরে দিন-রাত কাটাচ্ছিলেন ৷ সেখানকার স্কুল, ডর্মিটরি, মেডিক্যাল কলেজে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয় ৷ এরপর মঙ্গলবারই ফেরি ফ্লাইট এআই-195 খাবারদাবার নিয়ে মঙ্গলবারই দুপুর 3.21 মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ৷ সেটি মাগাদান বিমানবন্দরে পৌঁছয় ভোর 6.14 মিনিটে ৷

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, তড়িঘড়ি খালি করা হল দোহাগামী ফ্লাইট

বুধবার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, পরিকাঠামোগত অসুবিধে থাকায় তাঁদের অস্থায়ী শিবিরে রাখতে বাধ্য হয়েছে বিমান কর্তৃপক্ষ ৷ স্থানীয়দের সরকারি প্রশাসনের সাহায্যে ওই এলাকার হোটেলে রাখার প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ তারপর এই অস্থায়ী শিবিরের বন্দোবস্ত ৷ এয়ার ইন্ডিয়া আরও জানায় রাশিয়ার মাগাদানে তাদের কোনও কর্মী নেই ৷ এই অন্যরকম পরিস্থিতিতে বিমান কর্তৃপক্ষের পক্ষে যা যা সম্ভব, সে সবই চেষ্টা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details