কলম্বো, 10 জুলাই: অর্থসঙ্কটে (Sri Lanka Crisis) ধুঁকছে গোটা দেশ ৷ অথচ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে খানাতল্লাশি করতেই বেরিয়ে এল রাশি রাশি নগদ অর্থ ! এমনটাই দাবি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের ৷ শুক্রবার রাতেই কলম্বোর সরকারি আবাসন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বিশালাকার, বিলাসবহুল সেই প্রাসাদের দখল নিয়েছে বিদ্রোহী জনতা ৷ তাঁদের দাবি, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের আনাচ-কানাচ খুঁজেই নাকি কাঁড়ি কাঁড়ি নগদ অর্থ পেয়েছেন তাঁরা ! স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই উদ্ধার হওয়া অর্থ নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে ৷
সূত্রের খবর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আইন-শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে ৷ মাসের পর মাস চরম অর্থসঙ্কটে কাটানোর পর ক্ষিপ্ত জনতা প্রশাসনের কোনও নিয়ম-নীতিই মানছে না ৷ সবথেকে বড় কথা, সেনাবাহিনীর একাংশও এই বিক্ষোভে সামিল হয়েছে ৷ ফলে আন্দোলনকারীদের হাত আরও শক্ত হয়েছে ৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক ভাইরাল ভিডিয়ো ৷ তাদের কোনওটায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনের সুইমিং পুলে বিদ্রোহীদের উল্লাস করতে দেখা যাচ্ছে, কোনওটায় আবার রাজকীয় প্রাসাদের রান্নাঘরের দখল নিয়ে খাবার বানাচ্ছেন এত দিন ঠিক মতো খেতে না পাওয়া মানুষগুলো ৷
আরও পড়ুন:Sri Lanka Crisis: বুধে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া, ইস্তফা দুই মন্ত্রীর