সিওল (দক্ষিণ কোরিয়া), 2 নভেম্বর: পূর্ব সাগরে (East Sea) বিমান চলাচলের উপর সাময়িক নিয়ন্ত্রণ জারি করল দক্ষিণ কোরিয়া (South Korea) ৷ বুধবার থেকে প্রায় 24 ঘণ্টার জন্য কার্যকর করা হয়েছে এই নিয়ম ৷ সিওলের তরফে জানানো হয়েছে, পড়শি উত্তর কোরিয়া (North Korea) একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে চলেছে ৷ যার একটি এসে পড়ে দক্ষিণ কোরিয়ার উল্লেয়াং দ্বীপের (Ulleung Island) কাছে ! এই ঘটনার পরই সতর্কতা অবলম্বন করতে বাধ্য হয় সিওল ৷ তারা ঠিক করে, আপাতত সংশ্লিষ্ট রুটে উড়ান পরিষেবা বন্ধ রাখা হবে ৷
সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিনই সকালবেলা প্রায় 10টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া ৷ তার মধ্যে তিনটি কমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল ৷ এই তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্য়েই একটি পূর্ব সাগরে এসে পড়ে ৷ সূত্রের দাবি, উত্তরের সীমান্তরেখার মাত্র 26 কিলোমিটার দূরে এসে পড়ে ক্ষেপণাস্ত্রটি ৷ ওয়াকিবহাল মহলের দাবি, 1950 থেকে 1953 সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধ (Korean War) শেষ হওয়ার পর প্রথম এই অংশকে লক্ষ্য করে কোনও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ৷