ওয়াশিংটন ডিসি, 27 নভেম্বর:একদিকে ইজরায়েল-গাজার মধ্যে চলছে সংঘর্ষ বিরতি ৷ জারি বন্দি-মুক্তির কর্মসূচি ৷ আর এরমধ্যে শনিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্টে বন্দুকবাজের নিশানায় তিন প্যালেস্তানীয় । আমেরিকার বার্লিংটন শহরে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিন পডুয়া ৷ খবর সিএনএন সূত্রে ৷ প্যালেস্তানীয় ছাত্রদের উপর হামলার ঘটনায়, 'ঘৃন্য রাজনীতি'র অভিযোগ পড়ুয়াদের পরিবারের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর, 'থ্যাঙ্কস গিভিংস ডে' উপলক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্রে ছুটি ছিল ৷ ছুটির দিনে বালিংটন শহরে এক আত্মীয়ের সঙ্গে দেখা করে প্রসপেক্ট স্ট্রিট দিয়ে হাঁটছিলেন প্যলেস্তানীয় তিন পডুয়া ৷ সেই সময়েই এক শ্বেতাঙ্গ বন্দুকবাজ তাদেরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় ৷ ঘটনার পরই রবিবার পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই জানানো হয়েছে, প্যালেস্তানীয় পড়ুয়ারা আমেরিকার নাগরিক ৷ তাদেরকে উদ্ধার করে স্থানীয় ভার্মন্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ৷ দু‘জনের অবস্থা স্থিতিশীল হলেও, এক জনের অবস্থা আশঙ্কাজনক ৷ চিকিৎসাকেন্দ্রে মৃ্ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই পড়ুয়া ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত 3 ছাত্রদের মধ্যে দু’জনের গলায় প্যালেস্তানীের স্কার্ফ ছিল ৷ যা দেখে তাঁরা প্যালেস্তানীয় বুঝে পড়ুয়াদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালিয়েছে বন্দুকবাজ বলে পুলিশের অনুমান ৷ দুই পড়ুয়ার দেহের ঊর্ধ্বাংশে এবং একজনের পায়ে গুলি লাগে ৷
দ্য ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের পড়ুয়া হিসাম আওয়ারাতানি 'রোড আইল্যান্ডের ব্রাউন' বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ কিন্নান আবদালহামিদ, পেনসিলভানিয়ার 'হ্যাভারফোর্ড' কলেজের ছাত্র; এবং তাহসিন আহমেদ, কানেকটিকাটের 'ট্রিনিটি' কলেজের ছাত্র ৷ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এখনও পর্যন্ত আততায়ীকে চিহ্নিত করা যায়নি ৷ তবে তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে বার্লিংটন পুলিশ ৷
ইতিমধ্যেই আহতদের পরিবারের পক্ষ থেকে হামলার ঘটনাটিকে অত্যন্ত 'ঘৃণ্য রাজনীতি' বলে আখ্যা দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে আততায়ীকে গ্রেফতারের কথাও উল্লেখ করা হয়েছে ৷ দ্রুত ওই বন্দুকবাজকে গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে ওই পড়ুয়াদের পরিবারের পক্ষ থেকে ৷ এক পড়ুয়ারে পরিবারের সদস্য বলেন, "কোনও পরিবারকে কখনই এই যন্ত্রণা যেন সহ্য করতে না-হয় । আমাদের সন্তানরা ছাত্র ৷ তার পড়াশোনাতেও ভালো ৷ সামনে তাদের উজ্বল ভবিষ্যত ৷"