পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sudan Violence Update: সেনা-আধাসেনা সংঘাতে সুদানে মৃত 185, যুদ্ধ বন্ধের আর্জি ব্লিনকেন-গুতেরেসের

শনিবার থেকে হিংসার ঘটনা চলছে ৷ সুদানের রাজধানী খার্তুম ও অন্য শহরগুলিতে রাস্তায় সার দিয়ে পড়ে রয়েছে মৃতদেহ ৷ আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ৷ যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন, আন্তোনিও গুতেরেস ৷

Sudan Violence
সুদান

By

Published : Apr 18, 2023, 9:42 AM IST

খার্তুম, 18 এপ্রিল: কমপক্ষে 185 জনের মৃত্যু হয়েছে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে ৷ আর আহতের সংখ্যা 1 হাজার 800 জনেরও বেশি ৷ এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রসংঘের প্রতিনিধি ভলকার পারথেস ৷ শনিবার, 15 এপ্রিল থেকে শুরু করে সোমবার- তিন দিন ধরে উত্তপ্ত সুদানের রাজধানী খার্তুম এবং অন্য শহরগুলি ৷ দেশের রাস্তাঘাটে সেনা ও আধাসেনার মধ্যে লড়াই চলছে ৷

ঘনবসতিপূর্ণ এলাকাতেও দু'পক্ষই ট্যাঙ্ক, কামান জাতীয় গাড়ি এবং অন্য সব ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে ৷ মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান ৷ আগুনে ঝলসে উঠছে রাতের আকাশ ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ মধ্য খার্তুমের রাস্তাগুলিতে মৃতদেহ পড়ে রয়েছে ৷ সারাক্ষণ সংঘাতের ফলে সেখানে পৌঁছনো সম্ভব হয়ে উঠছে না ৷ সরকারি ভাবেও জানানো হয়নি, ঠিক কতজন নাগরিকের মৃত্যু হয়েছে ৷

গত শনিবার দেশের সেনা ও আধাসেনার দুই জেনারেলের মধ্যে হঠাৎ ঝামেলা বাধে ৷ দু'পক্ষের কাছেই হাজার হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে ৷ আর এই হিংসার ঘটনায় দেশের লক্ষ লক্ষ মানুষ হয় ঘরবন্দি নয়তো যেখানে পেরেছে আশ্রয় নিয়ে আটকে রয়েছে ৷ এদিকে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ কমে এসেছে ৷ বহু হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে ৷

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক জোসেপ বোরওয়েল টুইটারে জানিয়েছেন, সুদানে ইইউ রাষ্ট্রদূতের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালানো হয়েছে ৷ তিনি সোমবার গভীর রাতে লেখেন, "কয়েক ঘণ্টা আগে সুদানে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত তাঁর বাড়িতে আক্রান্ত হয়েছেন ৷ ভিয়েনা চুক্তি লঙ্ঘন করা হয়েছে ৷ কূটনৈতিক কর্মী এবং সেই সব জায়গাগুলিতে নিরাপত্তা বজায় রাখাটা সুদান কর্তৃপক্ষের প্রাথমিক দায়িত্ব ৷ এটা আন্তর্জাতিক আইনের আওতাধীন ৷"

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন আলাদা ভাবে সুদানের সামরিক বাহিনীর কম্যান্ডার জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের সঙ্গে কথা বলেছেন ৷ আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্সেসের কম্যান্ডার জেনারেল মোহামেদ হামাদান ডাগালোর সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তিনি দু'জনের কাছেই অবিলম্বে এই হিংসা থামানোর আর্জি জানিয়েছেন ৷ দেশের এই পরিস্থিতিতে মানবিক সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না ৷ এই গৃহযুদ্ধের নিন্দা করেছেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস ৷ তিনি টুইট করেন, "এখুনি দেশে শান্তি ফিরিয়ে আনা হোক ৷ দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যেমে এই সংকটের সমাধান সম্ভব ৷"

আরও পড়ুন: সামরিক-আধাসামরিক বাহিনীর সংঘর্ষ, সুদানে গুলিতে মৃত্যু ভারতীয়র

ABOUT THE AUTHOR

...view details