পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Chernobyl Power Plant : ইউক্রেনকে চেরনোবিল ফিরিয়ে দিল রুশ সেনা, নেপথ্যে তেজস্ক্রিয়তা ?

সামরিক অভিযান শুরুর পরদিনই চেরনোবিলের দখল নিয়েছিল রুশ বাহিনী ৷ শুক্রবার তা ইউক্রেন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে তেজস্ক্রিয় চেরনোবিল ছেড়ে পালাল রুশ বাহিনী (Chernobyl Power Plant) ৷

Russian Force left Chernobyl Power Plant
চেরনোবিল ছেড়ে চলে গেল রুশ সেনা

By

Published : Apr 1, 2022, 3:06 PM IST

কিভ, 1 এপ্রিল : বিষাক্ত চেরনোবিল ফিরিয়ে দিল রাশিয়া ৷ শুক্রবার ভোরেই ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বভার ইউক্রেন কর্তৃপক্ষের হাত তুলে দেয় রুশ সেনা ৷ দেশের পূর্বপ্রান্তে আক্রমণ শানাচ্ছে রাশিয়া এবং মারিউপোলকেও ঘিরে রেখেছে রাশিয়ান সেনাবাহিনী (Russian troops handed control of the Chernobyl nuclear power plant back to the Ukrainians) ৷

তবে ইতিমধ্যে বন্ধ এই কেন্দ্রের চারপাশে থাকা জঙ্গলে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে যথেষ্ট মাত্রায় ৷ আর তা টের পেয়েই নাকি রুশ সেনা চেরনোবিল ছেড়ে কেটে পড়েছে, জানিয়েছে ইউক্রেনের একটি বিদ্যুৎ কোম্পানি এনেরগোয়াটোম (Energoatom) ৷ চেরনোবিলে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পাওয়া নিয়ে আলাদা করে কোনও সংস্থা কিছু জানায়নি ৷

এদিকে রাশিয়া-ইউক্রেন সীমান্তে বেলগোরোড-এর (Belgorod) গভর্নর ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তারা নাকি রাশিয়ার একটি তেলের ডিপোয় আক্রমণ করেছে ৷ রোজ়েনেফ্ট-এর (Roseneft) এই তেলের ডিপোয় হেলিকপ্টার থেকে আক্রমণ করে ইউক্রেন সেনা ৷ আগুন ধরে যায় সেখানে ৷ সূত্রে জানা গিয়েছে, এতে দু'জন আহত হয়েছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল রাশিয়া, রেডিয়েশন লিকের শঙ্কা !

ওই গভর্নর একটি মেসেজ অ্যাপে লিখেছেন, "ইউক্রেনের সশস্ত্র সেনাবাহিনী দু‘টো হেলিকপ্টার থেকে তেলের ডিপোয় বোমা বর্ষণ করেছে ৷ এতে আগুন ধরে গিয়েছে ৷ তারা নীচ আকাশ দিয়ে রাশিয়ার সীমান্তে ঢুকেছিল ৷"

ইউক্রেনের সরকারি সূত্র অনুযায়ী, তারা দেশের পূর্ব এবং উত্তর-পূর্বে কিভ-এ পাল্টা আক্রমণ চালিয়েছে, যদিও তা যথেষ্ট নয় ৷ চেরনিহিভ এবং কিভ, দু'জায়গাতেই রাশিয়া এখনও ক্ষেপণাস্ত্র ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ৷ মস্কো ইউক্রেন থেকে সেনা সরানোর কথা বললেও কার্যকর করেনি ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অবশ্য সতর্ক করেছেন, দেশের উত্তর এবং কেন্দ্র থেকে সেনা সরিয়ে নেওয়াটা রাশিয়ার একটা সামরিক চাল মাত্র ৷

5 সপ্তাহ ধরে একটানা রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝে আজ শুক্রবার ফের দু'পক্ষের আলোচনা হওয়ার কথা রয়েছে ৷ এর মধ্যে ইউক্রেন ছেড়েছে 8 লক্ষ মানুষ এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ৷

গতকাল রাতে একটি ভিডিয়ো বার্তায় জেলেনস্কি বলেন, "আমরা ওদের উদ্দেশ্য কী, সেটা জানি ৷ আমরা যেখানে পাল্টা আক্রমণ করছি, সেখান থেকে রুশ সেনা চলে যাচ্ছে ৷ কারণ তাদের লক্ষ্য অন্য গুরুত্বপূর্ণ জায়গা ৷ যেখানে আমাদের পক্ষে লড়াই করাটা শক্ত ৷ তবে সামনে যুদ্ধ এখনও বাকি আছে ৷"

আরও পড়ুন : Russia-Ukraine War : আফগানিস্তানের পর ইউক্রেনেও রাশিয়ার ব্যর্থ আক্রমণ

ABOUT THE AUTHOR

...view details