বেজিং, 17 মে: চিনের একটি মাছ ধরার নৌকা ডুবে ভারত মহাসাগরে নিখোঁজ প্রায় 39 জন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে চিনের সরকারি সম্প্রচার সংস্থা সিসিটিভি ৷ ঘটনার পর 24 ঘণ্টা কেটে গিয়েছে ৷ তার পরও ওই 39 জনের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে ৷ যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের মধ্যে চিনের নাগরিক 17 জন ৷ 17 জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন ৷ বাকি পাঁচজন ফিলিপিন্সের বাসিন্দা ৷
চিনের তরফে সংশ্লিষ্ট সবপক্ষকে ওই 39 জনকে উদ্ধারে সবরকম চেষ্টা করতে বলা হয়েছে ৷ পরবর্তী ক্ষেত্রে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করতে বলা হয়েছে চিনা সরকারের তরফে ৷ তবে কী কারণে এই নৌকাডুবি তা এখনও জানা যায়নি ৷
তবে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে উত্তর পশ্চিমে 4 হাজার 600 কিলোমিটার বা 2 হাজার 900 মাইল দূরে ঘটনাটি ঘটেছে ৷ উদ্ধারকাজে সাহায্যের ইচ্ছাপ্রকাশ করেছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স ৷ অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরুও করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও কারও খোঁজ মেলেনি ৷