সাসেক্স (যুক্তরাজ্য), 4 ডিসেম্বর:আবারও খবরের শিরোনামে যুবরাজ হ্যারি (Prince Harry) ৷ খাতায়-কলমে রাজ পরিবারের উপাধি ত্যাগ করলেও আজও বিশ্বাবাসীর কাছে তিনি যুবরাজ ৷ অনেকেই বলেন, তাঁর মা, যুবরানি ডায়নার সঙ্গে তাঁর অনেক মিল ৷ ডায়না ভালোবাসতেন ছক ভাঙতে, মানুষের পাশে দাঁড়াতে ৷ সেই বৈশিষ্ট্য দেখা যায় তাঁর কনিষ্ঠ সন্তান যুবরাজ হ্যারির স্বভাবেও ৷ আরও একবার তার প্রমাণ দিলেন তিনি ৷ সামনেই খ্রিস্টমাস (Christmas 2022) ৷ ব্রিটিশ রাজপরিবারের অনেক সদস্যই এই সময় দুঃস্থদের দান করেন ৷ ব্যতিক্রম নন হ্যারিও ৷ আগামী খ্রিস্টমাসে সেইসব বাচ্চাদের খুশিতে ভরিয়ে দিতে চান তিনি, যারা কোনও না কোনওভাবে বঞ্চিত ৷ কিন্তু, সেই বার্তাও (Christmas Message) হ্যারি দিয়েছেন শিশুদের মতো করেই, মজার ছলে ৷ ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছেন বাচ্চাদের ভীষণ প্রিয় 'স্পাইডার ম্যান' (Spider Man) হয়ে !
ব্রিটেনের 'স্কটিশ লিটল সোলজার' (Scotty's Little Soldiers) সংস্থাটি দুস্থ শিশুদের নিয়ে কাজ করে ৷ প্রতিবছর এই শিশুদের নিয়েই খ্রিস্টমাস পার্টির আয়োজন করে তারা ৷ করোনার প্রকোপ কমায় এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না ৷ আর সেই উপলক্ষেই মর্মস্পর্শী একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন রাজকুমার হ্যারি ৷ সংশ্লিষ্ট ভিডিয়োয় 38 বছরের যুবরাজের পরনে দেখা গিয়েছে স্পাইডার ম্যানের পোশাক !
আরও পড়ুন:ডিউকের গবেষণার ফসল, 10 মিনিটেই আলাদা হবে রক্তে মিশে থাকা সূক্ষতম কণা !
হ্যারিকে এই ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, "ক্রিস্টমাস এমন একটা সময়, যখন সত্যিই আমরা আমাদের প্রিয়জনদের অভাব ভীষণভাবে অনুভব করি ৷ এই অনুভূতি খুব খারাপ ৷ আর, সেটা ঠিকই আছে ৷ কিন্তু, একইসঙ্গে নিজেদের বাবা-মায়ের সঙ্গে খ্রিস্টমাস পালন না-করতে পারার জন্য আমাদের নিজেদের অপরাধী মনে হয় ! কিন্তু, আমি আজ এখানে তোমাদের একটা বিষয়ে নিশ্চিন্ত করতে চাই ৷ তোমরা কি জানো, আমাদের বাবা-মায়েরা সবসময় চান, আমরা যেন আনন্দে থাকি ৷ ঠিক আছে ? তাই কখনও নিজেকে অপরাধী ভেব না ৷ তোমরা নিজেদের জীবনের সেরা সময়টা উপভোগ কর ৷ তোমাদের সেটা করার অনুমতি আছে ৷ বিশেষ করে স্কটিশ লিটল সোলজার কমিউনিটির সঙ্গে তোমরা সেটা করতেই পার ৷ তো ওখানে যাও ৷ সেরা সময় কাটাও ৷ আর হ্য়াঁ, সকলকে মেরি খ্রিস্টমাস ৷"
প্রসঙ্গত, স্কটিশ লিটল সোলজারের এবারের খ্রিস্টমাস পার্টির 'থিম' হল, 'নায়ক এবং খলনায়ক' (Heroes and Villains) ৷ এখানে আসা শিশুদের একটি 'টাস্ক'ও দেওয়া হয়েছে ৷ যে 'ভিলেন'রা খ্রিস্টমাস পার্টি বানচাল করে দেওয়ার জন্য এখানে আসবে, তাদের হারাতে হবে ! নিজেদের 'হিরো' প্রমাণ করতে হবে শিশুদের ৷ এক্ষেত্রে ব্রিটিশ যুবরাজের পরামর্শ, "তোমাদের সঙ্গবদ্ধতা কাজে লাগাও ৷ তোমাদের মাথা কাজে লাগাও ৷ ওদের খুঁজে বের কর ৷ আর ওদের কিছুতেই খ্রিস্টমাস বানচাল করতে দিও না !" হ্যারির এই ভিডিয়ো বার্তা মন কেড়েছে আট থেকে আশির ৷