হাইল্যান্ড পার্ক, 5 জুলাই: কমপক্ষে 6 জন মারা গিয়েছেন এবং 30 জন জখম হয়েছেন স্বাধীনতা দিবসের প্যারেডে ৷ সোমবার, 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল ৷ শিকাগোর শহরতলিতে প্যারেড চলাকালীন একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চলে ৷ আতঙ্কে বাচ্চা-বুড়ো সবাই যে যে ভাবে পেরেছে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে (Highland Park Police taken custody of Robert E Crimo III over Chicago Independence Day Shootout in America) ৷
হাইল্যান্ড পার্ক এলাকায় কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার বিকেলেই এক সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ শিকাগোর উত্তরে এই অঞ্চলে প্রায় 30 হাজার মানুষের বসবাস ৷ এফবিআই মোস্ট ওয়ান্টেড রবার্ট ই ক্রিমো নামের এক তরুণের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ৷ স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পেশায় ইউটিউবার ক্রিমোকে জেল হেফাজতে নেওয়া হয়েছে ৷