পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Chicago Shootout : আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, মৃত 6, গ্রেফতার ইউটিউবার - America Shootout

আমেরিকায় একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে ৷ শপিং মল, স্কুল, চার্চ কোনও জায়গায়ই এখন নাগরিকদের জন্য নিরাপদ নয় ৷ সোমবার স্বাধীনতা দিবসে গুলি চালনার ঘটনা তাই প্রমাণ করল (Chicago Shootout) ৷

America Shootout
বন্দুকবাজের খোঁজে পুলিশ

By

Published : Jul 5, 2022, 11:36 AM IST

হাইল্যান্ড পার্ক, 5 জুলাই: কমপক্ষে 6 জন মারা গিয়েছেন এবং 30 জন জখম হয়েছেন স্বাধীনতা দিবসের প্যারেডে ৷ সোমবার, 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল ৷ শিকাগোর শহরতলিতে প্যারেড চলাকালীন একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চলে ৷ আতঙ্কে বাচ্চা-বুড়ো সবাই যে যে ভাবে পেরেছে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে (Highland Park Police taken custody of Robert E Crimo III over Chicago Independence Day Shootout in America) ৷

হাইল্যান্ড পার্ক এলাকায় কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার বিকেলেই এক সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ শিকাগোর উত্তরে এই অঞ্চলে প্রায় 30 হাজার মানুষের বসবাস ৷ এফবিআই মোস্ট ওয়ান্টেড রবার্ট ই ক্রিমো নামের এক তরুণের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ৷ স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পেশায় ইউটিউবার ক্রিমোকে জেল হেফাজতে নেওয়া হয়েছে ৷

একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে আমেরিকায় ৷ কখনও স্কুল, তো কখনও ধর্মীয় প্রতিষ্ঠান, বাদ যাচ্ছে না জনবহুল স্টোর ৷ এবার প্যারেড গ্রাউন্ড, তাও স্বাধীনতা দিবসের ৷

আরও পড়ুন: ওয়াশিংটন ডিসি-তে চলল গুলি, নিহত 1 কিশোর; আহত অনেকে

এই ঘটনায় গভীর ভাবে ব্যথিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ৷ টুইট করে তিনি লেখেন, "জিল এবং আমি বন্দুক চালনার ঘটনায় স্তম্ভিত ৷ এই স্বাধীনতা দিবসে আমেরিকাবাসীদের জন্য ফের শোকের ছায়া নেমে এল ৷" বন্দুক চালানোর ঘটনাটি এপিডেমিক হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, "আমি এর বিরুদ্ধে লড়াই করা ছেড়ে দেব না ৷"

ABOUT THE AUTHOR

...view details