পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

G20 Summit Bali: ‘একত্রে ঘুরে দাঁড়ানো’র স্লোগান জি20 সম্মেলনে, অংশ নেবেন নরেন্দ্র মোদি - PM Narendra Modi at Indonesia Bali

‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রংগার’ (Recover Together Recover Stronger), স্লোগানে জি20 সম্মেলন বালি শুরু হচ্ছে আজ ৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi at Indonesia Bali) ইন্দোনেশিয়া, ফ্রান্স, স্পেন ও সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন ৷

PM Narendra Modi at Indonesia Bali to Participate Annual G20 Summit
PM Narendra Modi at Indonesia Bali to Participate Annual G20 Summit

By

Published : Nov 15, 2022, 10:21 AM IST

বালি (ইন্দোনেশিয়া), 15 নভেম্বর: বার্ষিক জি20 সম্মেলনে (Annual G20 Summit) অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ভিদোদো সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৷ এবারের জি20 সম্মেলনের থিম ‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রংগার’ (Recover Together Recover Stronger) ৷ অর্থাৎ, ‘একসঙ্গে ঘুরে দাঁড়াব, একসঙ্গে শক্তিশালী হব’ ৷ করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক ক্ষেত্রে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে ঘুরে দাঁড়াতে এই থিমকে বেছে নিয়েছে, আয়োজক ইন্দোনেশিয়া ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বালিতে পৌঁছানোর পর, বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি টুইট করেন (PM Narendra Modi at Indonesia Bali) ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রংগার ৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বালিতে জি20 সম্মেলনে স্বাগত জানালেন ৷ আজকের জি20 সম্মেলনে সব সদস্য দেশগুলির আলোচনার প্রধান বিষয় হবে, বিশ্বে চলতি সমস্যাগুলি ৷ যেখানে খাবার, প্রাকৃতিক শক্তির নিরাপত্তা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসবে ৷’’

ইন্দোনেশিয়ায় এবারের জি20 সম্মেলনের পর, ভারত সরকার আগামী একবছরের জন্য জি20’র দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেবে ৷ আর গতবার জি20’র দায়িত্ব একবছরের জন্য নিজেদের হাতে নেওয়ার পর ইন্দোনেশিয়া ‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রংগার’ থিমকে বেছে নেয় ৷ কিন্তু, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে খাবার ও জ্বালানির অভাব দেখা দিয়েছে ৷

আরও পড়ুন:জি-20 সম্মেলনে যোগ দিতে বালি পৌঁছলেন প্রধানমন্ত্রী, করবেন একাধিক দ্বিপাক্ষিক বৈঠক

জি20 সম্মেলনে সদস্য দেশগুলি তিনটি সেশনে আলোচনায় বসবে ৷ যেখানে খাদ্য সংকট, প্রাকৃতিক শক্তির নিরাপত্তা, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং স্বাস্থ্যের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা ৷ আশা করা হচ্ছে মোদি এই তিনটি সেশনেই অংশ নেবেন ৷ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ভিদোদো, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সিঙ্গাপোরের প্রধানমন্ত্রী লি হসেইন লুংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ প্রসঙ্গত, এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে দিল্লির প্রকাশিত তালিকায় চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের নাম নেই ৷ 2020 সালে গালওয়ান ভ্যালিতে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের পর থেকে দুই রাষ্ট্রপ্রধান একবারের জন্য মুখোমুখি সাক্ষাৎ করেননি ৷

ABOUT THE AUTHOR

...view details