পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

China Nuclear Power: 2035 সালের মধ্যে 1500টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে চিনের কাছে, দাবি পেন্টাগনের রিপোর্টে - পিএলএ

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে (US Congress) চিন নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে পেন্টাগন (Pentagon) ৷ সেখানে জানানো হয়েছে, পারমাণবিক শক্তি আরও বৃদ্ধি করছে চিন (China) ৷

Pentagon report claims China to have 1500 nuclear warheads by 2035
China Nuclear Power: পারমাণবিক শক্তি আরও বৃদ্ধির পথে চিন, রিপোর্ট পেন্টাগনের

By

Published : Nov 30, 2022, 12:56 PM IST

Updated : Nov 30, 2022, 1:08 PM IST

ওয়াশিংটন, 30 নভেম্বর: পারমাণবিক শক্তি (Nuclear Power) আরও বৃদ্ধি করার পথে চিন (China) ৷ পেন্টাগনের (Pentagon) তরফে দেওয়া হিসেব তেমনই বলছে ৷ মঙ্গলবার মার্কিন কংগ্রেসে (US Congress) এই নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে ৷ সেখানেই এই তথ্য দেওয়া হয়েছে ৷ ওই রিপোর্ট অনুযায়ী, বেজিং তাদের পারমাণবিক শক্তির আধুনিকীকরণ করতে চাইছে ৷ এখন 400টি পারমাণবিক ওয়ারহেড (Nuclear Warheads) তৈরির পরিকল্পনা করেছিল ৷ কিন্তু সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে 2035 সালের মধ্যে তা দেড় হাজার করার পরিকল্পনা করেছে চিন ৷

এই পরিকাঠামো বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে তারা ৷ বিভিন্ন জায়গা, সমুদ্র ও বিমানঘাঁটিগুলি থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকাঠামো তৈরি করা হচ্ছে ৷ 2021 সাল থেকেই এই পরিকাঠামো বৃদ্ধির কাজ শুরু হয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে ৷ ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এই পথে চিন এগিয়ে তাদের দেশীয় ও বিদেশনীতির মাধ্যমে জাতীয় শক্তি বৃদ্ধির কাজ করছে ৷ তাদের রাজনৈতিক ব্যবস্থা এমন যে, তারা সেটা বাধাহীন ভাবে করতেও পারছে ৷

ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমস্যা বাড়বে ৷ পিএলএ-র (PLA) ভেসেল ও যুদ্ধবিমানের অপেশাদারি আচরণ নানা সমস্যার সৃষ্টি করতে পারে ৷

ওই রিপোর্টে তাইওয়ানের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, কূটনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সেনাবাহিনী দ্বারা তাইওয়ানের (Taiwan) উপর চিন ক্রমশ চাপ বৃদ্ধি করছে ৷ 2021 সালে তাইওয়ানের উপর সামরিক চাপ বৃদ্ধি করেছিল চিন ৷ 2022 সালে তা আরও বেড়েছে ৷ বিশেষ করে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান যাওয়ার পর তা বৃদ্ধি পেয়েছে ৷

আরও পড়ুন:চিনে জিরো কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভ, মারধর-গ্রেফতার বিবিসির সাংবাদিককে

Last Updated : Nov 30, 2022, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details