গাজা, 20 নভেম্বর: গাজা স্ট্রিপে প্যালেস্তিনীয়দের মৃত্যুর হার ক্রমশ বাড়ছে ৷ হামাস জঙ্গি সংগঠন ও ইজরায়েল সেনার যুদ্ধে এখনও পর্যন্ত 13 হাজারের উপর প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে বলে সেখানকার সরকারি মিডিয়া অফিসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইজরায়েল সেনার যুদ্ধে 13 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে 5 হাজার 500 শিশু, 3 হাজার 500 মহিলা রয়েছেন ৷ আর গুরুতর আহতের সংখ্যা 30 হাজারের বেশি বলে জানিয়েছেন মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল আল-তাওয়াবতা ৷
রক্তক্ষয়ী এই যুদ্ধে এখনও পর্যন্ত 6 হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে জানিয়েছেন মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল ৷ যাদের মধ্যে প্রায় 4 হাজার শিশু ও মহিলা রয়েছে ৷ জিনহুয়া সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, গাজা প্রশাসন মনে করছে, এরা সকলেই ইজরায়েল বায়ুসেনার হামলায় ধসে পড়া বহুতলগুলির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে ৷ গত 7 অক্টোবর হামাসের তরফে আকাশপথে দক্ষিণ ইজরায়েলে গোলাবর্ষণ শুরু হয় ৷ যে হামলার জেরে ইজরায়েলে একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয় ৷ যার প্রত্যুত্তরে ইজরায়েল পালটা যুদ্ধ ঘোষণা করে ৷ শুরু হয় একের পর এক হামলা ৷ গত 26 অক্টোবর থেকে স্থলভাগেও হামলা শুরু করে ইজরায়েলি সেনা ৷ যার ফলস্বরূপ অসংখ্য প্যালেস্তিনীয়দের মৃত্যু হয়েছে ৷