পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pakistan to Release Indian Fishermen: 200 ভারতীয় মৎস্যজীবী ও 3 বেসামরিক বন্দিকে মুক্তি দেবে পাকিস্তান, জানালেন বিলাওয়াল - বন্দিকে মুক্তি দেবে পাকিস্তান

200 জন ভারতীয় মৎস্যজীবী ও 3 জন বেসামরিক বন্দিকে পাকিস্তান মুক্তি দিতে চলেছে বলে ঘোষণা করলেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ৷

Bilawal Bhutto Zardari
Bilawal Bhutto Zardari

By

Published : Jun 2, 2023, 7:39 PM IST

ইসলামাবাদ, 2 জুন:মানবিক পদক্ষেপ পাকিস্তানের ! সে দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি শুক্রবার ঘোষণা করেছেন যে, 200 জন ভারতীয় মৎস্যজীবী ও তিনজন বেসামরিক বন্দিকে মুক্তি দেবে ইসলামাবাদ ৷

গত মাসে পাকিস্তানি কর্তৃপক্ষ 198 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছিল ৷ তাঁরা পাকিস্তানের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকে করাচির একটি সংশোধনাগারে বন্দি ছিলেন । তাঁদের মুক্তি দিয়ে ওয়াঘা সীমান্তে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে ।

সে রকমই আরও একটি পদক্ষেপ করল পাকিস্তান ৷ শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি টুইটে জানিয়েছেন, "আজ পাকিস্তান 200 জন ভারতীয় মৎস্যজীবী এবং 3 জন বেসামরিক বন্দিকে মুক্তি দিচ্ছে । এর আগে, 2023 সালের 12 মে 198 জন ভারতীয় মৎস্যজীবীকে তাঁদের দেশে ফেরানো হয়েছিল ৷" মানবিক বিষয় নিয়ে রাজনীতি করাটা পাকিস্তানের নীতি নয়, এমনই দাবি করে বিলাওয়াল বলেন, সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ তাঁর দাবি, রাজনীতির চেয়ে সহানুভূতিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ৷"

করাচি থেকে লাহোর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বন্দিদের আসার খরচ বহনকারী ইধি ফাউন্ডেশন এই তথ্যের কথা জানিয়েছে ৷ এই সংস্থার একজন কর্মকর্তা বলেন, বন্দিদের ওয়াঘা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে ।

সূত্রের তরফে জানা গিয়েছে, পাকিস্তান সৌজন্যের খাতিরে আগামী জুলাই মাসে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীদের আরও একটি দলকেও ছেড়ে দেবে ৷ সামুদ্রিক সীমানা লঙ্ঘনের জন্য পাকিস্তান এবং ভারত নিয়মিত প্রতিদ্বন্দ্বী দেশের মৎস্যজীবীদের গ্রেফতার করে ৷ যদিও এর আগে মুক্তি পাওয়া অনেক ভারতীয় মৎস্যজীবীই জানিয়েছেন যে, মাছ ধরার সময় ভুল করেই দেশের সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছিলেন তাঁরা ৷ আর তখনই তাঁদের বন্দি করে পাক সেনাবাহিনী ৷

আরও পড়ুন:দীর্ঘদিন পর পাক জেল থেকে মুক্তি, দেশে ফিরে যন্ত্রণার কথা জানালেন ভারতীয় মৎস্যজীবীরা

ABOUT THE AUTHOR

...view details