ইসলামাবাদ, 2 জুন:মানবিক পদক্ষেপ পাকিস্তানের ! সে দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি শুক্রবার ঘোষণা করেছেন যে, 200 জন ভারতীয় মৎস্যজীবী ও তিনজন বেসামরিক বন্দিকে মুক্তি দেবে ইসলামাবাদ ৷
গত মাসে পাকিস্তানি কর্তৃপক্ষ 198 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছিল ৷ তাঁরা পাকিস্তানের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকে করাচির একটি সংশোধনাগারে বন্দি ছিলেন । তাঁদের মুক্তি দিয়ে ওয়াঘা সীমান্তে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে ।
সে রকমই আরও একটি পদক্ষেপ করল পাকিস্তান ৷ শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি টুইটে জানিয়েছেন, "আজ পাকিস্তান 200 জন ভারতীয় মৎস্যজীবী এবং 3 জন বেসামরিক বন্দিকে মুক্তি দিচ্ছে । এর আগে, 2023 সালের 12 মে 198 জন ভারতীয় মৎস্যজীবীকে তাঁদের দেশে ফেরানো হয়েছিল ৷" মানবিক বিষয় নিয়ে রাজনীতি করাটা পাকিস্তানের নীতি নয়, এমনই দাবি করে বিলাওয়াল বলেন, সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ তাঁর দাবি, রাজনীতির চেয়ে সহানুভূতিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ৷"