নয়াদিল্লি, 28 জুলাই: পাকিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ড্রোন উড়ে আসার ঘটনা প্রায় দেখা যায় ৷ এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী মালিক মুহাম্মদ আহমেদ খান ৷ তিনি স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে ড্রোন পাঠানো হয় ৷ আর সেই ড্রোনের মাধ্যমে মূলত মাদক পাচার করা হয় ৷ পুরো কাজটাই করে চোরাকারবারীরা ৷
পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক হামিদ মীরের কাছে তিনি এই মন্তব্য করেছেন । গত 17 জুলাই আহমেদ খানের এই স্বীকারোক্তির ভিডিয়ো টুইট করে হামিদ মীর ৷ সেখানে তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালিক মুহম্মদ আহমেদ খানের বড় স্বীকারোক্তি । হেরোইন পাচারের জন্য পাকিস্তান-ভারত সীমান্তের কাছে কাসুরের বন্যাকবলিত এলাকায় ড্রোন ব্যবহার করে চোরাকারবারীরা । বন্যার পুনর্বাসনের জন্য তিনি একটি বিশেষ প্যাকেজ দাবি করেছেন । অন্যথায় ভুক্তভোগীরা চোরাকারবারীদের সঙ্গে যোগ দেবে ।"
উল্লেখ্য, এই মালিক মুহাম্মদ আহমেদ খান ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী পাকিস্তানের কাসুর শহরের প্রাদেশিক পরিষদের সদস্য । তাঁকে পাকিস্তানি সাংবাদিকের পোস্ট করা সাক্ষাৎকারের ভিডিয়ো ক্লিপে বলতে শোনা যায়, "এটি (এলওসির কাছে কাসুর) একটি রেঞ্জার্স এলাকা । কিছু সীমান্ত নিয়মের কারণে কিছুটা সংবেদনশীলতা রয়েছে ।"