ইসলামাবাদ (পাকিস্তান), 17 জানুয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) কাশ্মীর-সহ সব দ্বিপাক্ষিক ‘জ্বলন্ত’ সমস্যার সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) সঙ্গে ‘গুরুতর’ ও ‘আন্তরিক’ আলোচনা করতে চেয়েছেন ৷ পারমাণবিক অস্ত্রধারী (Nuclear Armed) এই দুই রাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও তিনি দাবি করেছেন ৷ সোমবার দুবাইয়ের আল আরাবিয়া নামে একটি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ এই কথা বলেন ।
কাশ্মীর ইস্যু (Kashmir Issue) ও পাকিস্তানের দিক হওয়া সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘ সমস্যা বিদ্যমান ৷ পাকিস্তানের তরফে বহুবার তৃতীয়পক্ষের মধ্যস্থতায় আলোচনার কথা বলা হয়েছে ৷ কিন্তু প্রতিবারই ভারতের তরফে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে ৷ শরিফ বলেন, "ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হল, আসুন আমরা আলোচনায় বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য আন্তরিক আলোচনা করি ।"
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণভাবে বসবাস করা, অগ্রগতি করব, কিংবা একে অপরের সঙ্গে ঝগড়া করব এবং সময় ও সম্পদের অপচয় করব কি না সেটা আমাদের ব্যাপার । ভারতের সঙ্গে আমাদের তিনটি যুদ্ধ হয়েছে এবং এটি কেবল জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে ।"