পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bilawal on Kashmir: কাশ্মীরের বিশেষ মর্যাদাই ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার অনুকূল পরিস্থিতি তৈরি করবে, মত বিলাওয়ালের - এসসিও সামিট

শুক্রবার গোয়ায় এসসিও সামিটে অংশগ্রহণ করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ৷ পাকিস্তানে ফিরে তিনি তাঁর সফরকে সফল বলেই ব্যাখ্যা করেছেন ৷

Bilawal on Kashmir
Bilawal on Kashmir

By

Published : May 6, 2023, 2:26 PM IST

ইসলামাবাদ (পাকিস্তান), 6 মে: ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য কি অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রসঙ্গ তুলেছেন ৷ ওই মর্যাদা ফিরিয়ে দেওয়ার পরই দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনার অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন তিনি ৷

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে আসেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ৷ শুক্রবার গোয়ায় তিনি অংশগ্রহণ করেন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটে ৷ সেখান থেকে ফিরে তিনি এই মত প্রকাশ করেন ৷ তাঁর কথায়, 2019 সালের 5 অগস্টে আগের পরিস্থিতি কাশ্মীরে ফিরলে তবেই ভারতের সঙ্গে আলোচনায় বসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে ৷

প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের 370 ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা পেত জম্মু ও কাশ্মীর ৷ 2019 সালের 5 অগস্টে সংসদে আইন পাস করে সংবিধানের 370 ধারা অবলুপ্ত করে দেওয়া হয় ৷ সেই বিষয়টি কার্যত উল্লেখ করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি ৷ একই সঙ্গে তিনি তাঁর ভারত সফরকে সফল বলেও উল্লেখ করেছেন ৷

তাঁর ব্যাখ্যা, তিনি ভারতের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশের বক্তব্য তুলে ধরতে পেরেছেন ৷ ওই সামিটে সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে নিশানা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তার কয়েক ঘণ্টা ভারত সফর নিয়ে নিজের মতামত পেশ করলেন পাক বিদেশমন্ত্রী ৷

গোয়া থেকে ফিরে পাকিস্তানে সাংবাদিকদের মুখোমুখি হন বিলাওয়াল ৷ সেখানে তিনি দাবি করেন, মুসলমান মানেই সন্ত্রাসবাদী, এমন ধারণা ঠিক নয় ৷ তিনি ভারতে গিয়ে সেই ধারণাকে খণ্ডন করে এসেছেন ৷ সেই কারণেই তিনি ভারতে গিয়ে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটে অংশগ্রহণকে সফল বলে দাবি করেছেন ৷

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদ নিয়ে আক্রমণাত্মক ভাষণ দিয়েছিলেন এসসিও সামিটে ৷ কিন্তু জয়শঙ্করের সেই বক্তব্যের বিরোধিতা করেছেন বিলাওয়াল ৷ তাঁর দাবি, কূটনৈতিক লাভের জন্য সন্ত্রাসবাদকে অস্ত্র করা উচিত নয় । যদিও জয়শঙ্করের দাবি, এসব বলে বিলাওয়াল অসাবধানে সন্ত্রাসবাদ নিয়ে নিজের আসল মনোভাব প্রকাশ করে দিলেন ৷ পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়া ও সন্ত্রাসবাদের প্রবক্তা হিসেবে কাজ করে ৷ এসসিও বৈঠকেও এর বিরোধিতা করা হয়েছে । অন্যদিকে বিলাওয়ালের দাবি, মধ্য এশিয়ার দেশগুলো চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হতে আগ্রহী । ভারত ছাড়া প্রতিটি দেশই সিপিইসিকে সমর্থন ও প্রশংসা করেছে ।

আরও পড়ুন:করমর্দন নয়, এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে 'নমস্তে' কূটনীতি জয়শংকরের

ABOUT THE AUTHOR

...view details