পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel in Medicine: কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর

Nobel in Medicine: কোভিড টিকা এমআরএনএ আবিষ্কারে বিরাট অবদান রাখায় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির বিজ্ঞানী কাতালিন কারিকো ও আমেরিকার বিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান ৷

Nobel in Medicine
নোবেল পুরস্কার

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 4:11 PM IST

Updated : Oct 2, 2023, 4:22 PM IST

স্টকহোম, 2 অক্টোবর:কোভিড-19 মোকাবিলায় এমআরএনএ (mRNA) টিকা আবিষ্কারে উল্লেখযোগ্য অবদানের জন্য সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন দুই বিজ্ঞানী ৷ হাঙ্গেরির সাগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতালিন কারিকো এবং আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড্রু ওয়েইসম্যানকে মেডিসিনে এই ঐতিহ্যবাহী পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি ৷ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে এই টিকা নিয়ে যৌথ গবেষণা চালান কারিকো ও ওয়েইসম্যান ৷

নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে সাড়া দেয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে তাঁদের যুগান্তকারী অনুসন্ধান ৷ বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি টিকা তৈরিতে অভূতপূর্ব অবদান রেখেছেন ৷"

নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি টমাস পার্লম্যান এই পুরস্কার ঘোষণা করে বলেন যে, ঘোষণার কিছুক্ষণ আগে যখন তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তখন উভয় বিজ্ঞানীই পুরস্কারপ্রাপ্তির খবরে অভিভূত হন ৷ মানব বিবর্তনের আবিষ্কারের জন্য গত বছর ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরষ্কার জিতেছিলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো ৷ তিনি নিয়ান্ডারথাল ডিএনএর গোপন রহস্য উন্মোচন করেছেন, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল অন্তর্দৃষ্টি প্রদান করেছে ৷ এর মধ্যে ছিল কোভিড 19-এ আক্রান্ত হওয়ার প্রবণতার কথাও ৷ পাবোর পরিবারে এটি ছিল দ্বিতীয় নোবেল পুরস্কার । পাবোর বাবা সুনে বার্গস্ট্রম 1982 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷

আরও পড়ুন:সোনাঝুরির রাস্তায় সাইকেলে অমর্ত্য, বিতর্কের মাঝে টুইট নোবেল প্রাইজ কমিটির

মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে । শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে শুক্রবার এবং অর্থনীতির পুরস্কার 9 অক্টোবর ঘোষিত হবে ।

নোবেল প্রাপকদের 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কারের স্রষ্টা তথা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কার মূল্য দেওয়া হয় ৷ 1896 সালে প্রয়াত হন আলফ্রেড নোবেল ৷ সুইডিশ মুদ্রার মূল্যহ্রাসের কারণে এই বছর পুরস্কারের অর্থ এক মিলিয়ন ক্রোনার বাড়ানো হয়েছে । বিজয়ীদের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারটি অসলোতে তাঁর ইচ্ছা অনুযায়ী হস্তান্তর করা হয়, অন্য পুরস্কার অনুষ্ঠানটি স্টকহোমে অনুষ্ঠিত হয় । (সংবাদসংস্থা এপি)

Last Updated : Oct 2, 2023, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details