স্টকহোম, 2 অক্টোবর:কোভিড-19 মোকাবিলায় এমআরএনএ (mRNA) টিকা আবিষ্কারে উল্লেখযোগ্য অবদানের জন্য সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন দুই বিজ্ঞানী ৷ হাঙ্গেরির সাগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতালিন কারিকো এবং আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড্রু ওয়েইসম্যানকে মেডিসিনে এই ঐতিহ্যবাহী পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি ৷ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে এই টিকা নিয়ে যৌথ গবেষণা চালান কারিকো ও ওয়েইসম্যান ৷
নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে সাড়া দেয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে তাঁদের যুগান্তকারী অনুসন্ধান ৷ বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি টিকা তৈরিতে অভূতপূর্ব অবদান রেখেছেন ৷"
নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি টমাস পার্লম্যান এই পুরস্কার ঘোষণা করে বলেন যে, ঘোষণার কিছুক্ষণ আগে যখন তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তখন উভয় বিজ্ঞানীই পুরস্কারপ্রাপ্তির খবরে অভিভূত হন ৷ মানব বিবর্তনের আবিষ্কারের জন্য গত বছর ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরষ্কার জিতেছিলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো ৷ তিনি নিয়ান্ডারথাল ডিএনএর গোপন রহস্য উন্মোচন করেছেন, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল অন্তর্দৃষ্টি প্রদান করেছে ৷ এর মধ্যে ছিল কোভিড 19-এ আক্রান্ত হওয়ার প্রবণতার কথাও ৷ পাবোর পরিবারে এটি ছিল দ্বিতীয় নোবেল পুরস্কার । পাবোর বাবা সুনে বার্গস্ট্রম 1982 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷