পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Condemns Attack on Imran: গুলিবিদ্ধ ইমরান ! ধিক্কার জানাল আমেরিকা, কানাডা - ইমরান খান

বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তাঁকে লক্ষ্য করে গুলি করে এক আততায়ী ৷ তাঁর পায়ে গুলি লাগে ৷ এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে (World condemns attack over PTI leader Imran Kham) ৷

Imran Khan
ETV Bharat

By

Published : Nov 4, 2022, 8:02 AM IST

Updated : Nov 4, 2022, 11:03 AM IST

ওয়াশিংটন, 4 নভেম্বর:রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা করে এ কথা জানাল আমেরিকা ৷ এ নিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন টুইট করেন । টুইটে তিনি লেখেন, "রাজনৈতিক সভায় পিটিআই নেতা ইমরান খানের উপর গুলি চালনাকে ধিক্কার জানাচ্ছে আমেরিকা ৷ আমরা তাঁর এবং অন্য জখম কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ যিনি মারা গিয়েছেন তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল ৷ সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুক ৷ রাজনীতিতে হিংসা নয় ৷"

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ইমরান খানের দল একটি মিছিল করছিল ৷ সে সময় আল্লাহওয়ালার কাছে পিটিআই প্রধান ইমরান খানকে (Pakistan Tehreek-e-Insaf) লক্ষ্য করে গুলি করে এক আততায়ী (Imran Khan attack) ৷ তাঁর দু'পায়ে গুলি লাগে ৷ তবে এই হামলার পর তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ফইজল সুলতান ৷

আরও পড়ুন: গুলিবিদ্ধ ইমরান, পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত

আরেকটি সংবাদমাধ্যম রিপোর্টে জানিয়েছে, "এক্স-রে এবং স্ক্যান করে দেখা যাচ্ছে ইমরান খানের পায়ে বুলেটের টুকরো রয়েছে ৷" তিনি এখন লাহোরের সুলতান খানুম হাসপাতালে চিকিৎসাধীন৷ ফইজল সুলতান আরও জানিয়েছেন, ইমরান খানের অস্ত্রোপচার হয়েছে ৷ দরকার পড়লে আবারও অস্ত্রোপচার করতে হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা ৷ অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রু়ডোও এই হামলার তীব্র নিন্দা করে ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেন ৷

Last Updated : Nov 4, 2022, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details