মানিলা (ফিলিপিন্স), 16 ফেব্রুয়ারি:ফের ভূমিকম্প ৷ এবার ঘটনাস্থল ফিলিপিন্স ৷ বৃহস্পতিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ফিলিপিন্স ৷ প্রাণ বাঁচাতে মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়েন ৷ স্থানীয় হাসপাতাল থেকে বহু রোগীকে তড়িঘড়ি উদ্ধার করা হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি কলেসিয়াম এবং বেশ কিছু অফিসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি ৷
সূত্রে জানা গিয়েছে, মাসবাতে প্রদেশে (Masbate Province) সমুদ্র উপকূলীয় শহর বাতুয়ানের (Batuan) পশ্চিমে 11 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ৷ মাটির 10 কিলোমিটার গভীরে হওয়া এই কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল 6 ৷ তবে গুরুতর কোনও ক্ষয়ক্ষতি, জখম হওয়ার খবর মেলেনি ৷ প্রদেশের বিপর্যয় মোকাবিলার আধিকারিক জানিয়েছেন, মধ্যরাতের দু'ঘণ্টা পরে এই ভূমিকম্প হয় ৷ তখন বেশির ভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ৷ কিন্তু তীব্র কম্পনে ঘুম ভেঙে তাঁরা ছুটোছুটি শুরু করে দেন ৷ একটি তিন তলা বাড়িতে ফাটল ধরেছে ৷ মাসবাতে শহরের সরকারি হলের সিলিংয়ের কিছুটা অংশ ভেঙে পড়েছে ৷ এই শহরের কয়েকটি বাণিজ্যিক অফিসের স্তম্ভে ফাটল দেখা গিয়েছে ৷ এছাড়া মুদির দোকান, ওষুধের দোকান, বেশ কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে ৷ তবে ভূমিকম্পের ফলে মাসবাতে শহরে কয়েকটি জায়গায় এবং কাছেই অবস্থিত টিকাও দ্বীপে বিদ্যুৎ সংযোগ নেই ৷ স্কুলগুলিকে আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
আরও পড়ুন: তখন 7.7 তীব্রতায় কাঁপছে তুরস্কের হাসপাতাল, জীবনের ঝুঁকি নিয়ে সদ্য়োজাতদের রক্ষা নার্সদের