লন্ডন, 19 অগস্ট: সাত সদ্যোজাতকে খুনে দোষী সাব্যস্ত নার্স । ব্রিটেনের একটি আদালত নার্স লুসি লেটবাইকে 7 সদ্যোজাতকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে । লুসি কাউন্টেস অফ চেস্টার হাসপাতাল বা সিসিএইচসিতে কাজ করত ৷ শুক্রবার ব্রিটেনের ওই আদালত এই রায় ঘোষণা করে ৷ দোষী নার্সকে ধরতে তদন্তে সাহায্য করেছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক রবি জয়রাম ৷
এদিন ম্যানচেস্টার ক্রাউন কোর্ট জানায়, 33 বছর বয়সি ওই নার্স সাতটি নবজাতকের হত্যা করেছে ৷ আরও ছ'টি সদ্যোজাতকে হত্যার চেষ্টা করেছে ৷ সোমবার আদালতে তার সাজা ঘোষণা হবে ৷ একসময় শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়রামের সহকর্মী ছিল লুসি লেটবাই ৷ এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "পুলিশ যদি আরেকটু আগে আমাদের সতর্ক করত, তাহলে হয়তো আরও চার-পাঁচজন শিশু আজ স্কুলে যেতে পারত ৷ দুর্ভাগ্যের বিষয় সেটা হল না ৷"
লুসিকে নিয়ে সামনে এসেছে বিভিন্ন তথ্য । যেখানে একটি লুসির লেখা কিছু চিরকুট সামনে এসেছে । তাতে লেখা ছিল- "আমি তাদের হত্যা করেছি ৷ কারণ আমি ওদের যথেষ্ট যত্ন করে উঠতে পারিনি।" চিঠিতে লেখা, "আমি শয়তান, তাই আমি এটা করেছি, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি এখানে নেই ৷ আমি খুব দুঃখিত ৷" এই তথ্য হাতে পাওয়ার পরই মনে করা হচ্ছে মানসিক ভাবে কতটা বেসামাল ওই নার্স । তদন্তকারী পুলিশ জানিয়েছে, তাদের জন্য এটা কঠিনতম মামলা ছিল ৷
আরও পড়ুন: সদ্যোজাত কন্যাকে গলা টিপে হত্যা, পলাতক অভিযুক্ত মা