টরোন্টো (কানাডা), 14 জুলাই:কানাডায় মহাত্মা গান্ধির একটি মূর্তি ভাঙার ঘটনা ঘটল (Mahatma Gandhi statue vandalized in Canada)৷ যদিও এই কাজ কারা করেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানতে পারেনি পুলিশ ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস ৷
টরোন্টোর রিচমন্ড হিল এলাকায় বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধির মূর্তি ভাঙা হয়েছে (Mahatma Gandhi statue vandalized)৷ বৃহস্পতিবার এই নিয়ে টুইটারে সরব হয়েছেন টরোন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেল ৷ গভীর দুঃখপ্রকাশ করে তাঁর অভিযোগ, এই ঘটনা কানাডায় বসবাসকারী ভারতীয়দের আবেগে আঘাত করেছে ৷ এই হেট ক্রাইমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যথাযথ তদন্তের দাবি জানানো হচ্ছে বলেও জানান তিনি ৷