পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Mahatma Gandhi statue vandalized: কানাডায় ভাঙা হল গান্ধিজির মূর্তি, তদন্তের দাবি ভারতীয় দূতাবাসের

কানাডায় ভাঙা হল মহাত্মা গান্ধির একটি মূর্তি (Mahatma Gandhi statue vandalized)৷ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তদন্তের দাবি করেছে টরোন্টোয় ভারতীয় দূতাবাস ৷

mahatma-gandhi-statue-vandalized-in-canada-embassy-demands-strict action
কানাডায় ভাঙা হল গান্ধিজির মূর্তি, তদন্তের দাবি ভারতীয় দূতাবাসের

By

Published : Jul 14, 2022, 9:56 AM IST

টরোন্টো (কানাডা), 14 জুলাই:কানাডায় মহাত্মা গান্ধির একটি মূর্তি ভাঙার ঘটনা ঘটল (Mahatma Gandhi statue vandalized in Canada)৷ যদিও এই কাজ কারা করেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানতে পারেনি পুলিশ ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস ৷

টরোন্টোর রিচমন্ড হিল এলাকায় বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধির মূর্তি ভাঙা হয়েছে (Mahatma Gandhi statue vandalized)৷ বৃহস্পতিবার এই নিয়ে টুইটারে সরব হয়েছেন টরোন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেল ৷ গভীর দুঃখপ্রকাশ করে তাঁর অভিযোগ, এই ঘটনা কানাডায় বসবাসকারী ভারতীয়দের আবেগে আঘাত করেছে ৷ এই হেট ক্রাইমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যথাযথ তদন্তের দাবি জানানো হচ্ছে বলেও জানান তিনি ৷

টরোন্টোয় ভারতীয় কনস্যুলেটের (Consulate General of India in Toronto Canada) যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে, তাতে লেখা রয়েছে, "রিচমন্ড হিলে বিষ্ণু মন্দিরের মহাত্মা গান্ধিকে যে ভাবে অপবিত্র করা হয়েছে তাতে আমরা খুবই দুঃখিত ৷ ভাঙচুরের মতো এই অপরাধমূলক ও হিংসার ঘটনা কানাডায় ভারতীয় কমিউনিটির আবেগে গভীর ভাবে আঘাত করেছে ৷ এই হেট ক্রাইমের বিরুদ্ধে তদন্ত শুরুর করার আর্জি জানিয়ে আমরা কানাডার প্রশাসনের সঙ্গে কথা বলছি ৷"

আরও পড়ুন:বিতর্ক বাড়িয়ে এবার মহাত্মা গান্ধিকে নিশানা কঙ্গনার

গান্ধিজির যে মূর্তিটি ভাঙা হয়েছে তার উচ্চতা 9 ফিট ৷ দিল্লিতে এটি তৈরি করা হয়েছিল ৷ 1988 সালে এই মূর্তির উন্মোচন হয় ৷

ABOUT THE AUTHOR

...view details