সেন্ট পিটার্সবার্গ, 29 ডিসেম্বর:"যা দেখছি আশ্চর্য ঠেকছে ৷ অন্য কোনও দেশের মতোই নয় ৷ একেবারে মূলে প্রভেদ ৷ আগাগোড়া সকল মানুষকেই এরা সমান করে জাগিয়ে তুলছে ৷", রাশিয়া থেকে পাঠানো চিঠিতে লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তৎকালীন সোভিয়েত রাশিয়ায় দীর্ঘ সময় ছিলেন তিনি ৷ সেখানকার সভ্যতা, সংস্কৃতি, সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ৷ তাঁর সেই অভিজ্ঞতার কথা রয়েছে 'রাশিয়ার চিঠি' গ্রন্থে ৷
বাল্টিক সাগরের তীরে বন্দর শহর সেন্ট পিটার্সবার্গে কবিগুরুর নামাঙ্কিত একটি স্কুল রয়েছে ৷ শুক্রবার সেই স্কুল পরিদর্শনে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি এখন রাশিয়া সফরে ৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত স্কুল ঘুরে সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন ৷ এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিকের ভাস্কর্যে শ্রদ্ধা জানান এস জয়শঙ্কর ৷ ভিডিয়ো পোস্ট করে বিদেশমন্ত্রী লেখেন, "সেন্ট পিটার্সবার্গে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিদ্যালয় ঘুরে খুবই আনন্দ পেলাম ৷ ভারতের জন্য তাদের উৎসাহ সত্যিই অনুপ্রেরণাদায়ক ৷ আপনারা নিজেরাই দেখুন ৷"
ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্কুলের পড়ুয়ারা বিদেশমন্ত্রীকে স্বাগত জানিয়েছে ৷ কচিকাঁচারা হাতে রাশিয়া ও ভারতের পতাকা ধরে গান গাইছে ৷ শিশুদের মধ্যে অনেকে রাশিয়ার চিরাচরিত পোশাক পরেছে ৷ আবার অনেকেই ভারতের বিভিন্ন রাজ্যের নিজস্ব পোশাকে সেজেছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পড়ুয়ারা রাশিয়ার ঐতিহ্যবাহী খাবার খাওয়ার জন্য অনুরোধ করে ৷ জয়শঙ্করও তাদের অনুরোধ রাখেন ৷ এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত স্কুলের নেমপ্লেট
25 থেকে 29 ডিসেম্বর রাশিয়া সফরে গিয়েছেন এস জয়শঙ্কর ৷ ইতিমধ্যে তিনি রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন ৷ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয় ৷ বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্দার বেগলভের সঙ্গে দেখা করেন ৷ সেই ছবিও জয়শঙ্কর সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, "আজ সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্দার বেগলভের সঙ্গে এই দেখা হল ৷ ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করেছেন তাঁরা ৷ এই উদ্যোগ প্রশংসনীয় ৷"
আরও পড়ুন:
- ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে, তা দখল না-হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না: পুতিন
- ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল, দাবি এস জয়শঙ্করের
- 'আমাদের প্রথম নোবেলজয়ীর জন্য যথার্থ শ্রদ্ধা', শান্তিনিকেতনের স্বীকৃতিতে গর্বিত জয়শংকর