খান ইউনিস (গাজা স্ট্রিপ), 20 অক্টোবর: প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইজরায়েলের বিমানহানা অব্যাহত ৷ শুক্রবার, হামাসের সঙ্গে যুদ্ধের 14 তম দিনে ফের গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল ৷ সংবাদসংস্থা এপি-এর রিপোর্ট অনুযায়ী, যেসব জায়গায় গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় নিতে বলা হয়েছিল, সেইসব জায়গাতেও এখন বোমা ফেলতে শুরু করেছে ইজরায়েল ৷ আরও জানা গিয়েছে, লেবানন সীমান্তের কাছ থেকে ইজরায়েলের বাসিন্দাদের অন্যত্র সরাতে শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ লেবানন সীমান্ত ঘেঁষা একটি শহর থেকে প্রায় 20 হাজার মানুষকে সরনোর সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার ৷ মনে করা হচ্ছে, এবার স্থলপথে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা, সেই কারণেই লেবানন সীমান্ত ঘেঁসে এলাকা থেকে ইজরায়েলিদের সরানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে হামাস লেবানানের মাটি ব্যবহার করেও ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে, এর পালটা জবাব দিয়েছে ইজরায়েলও ৷
জানা গিয়েছে, গাজার দক্ষিণাংশের শহর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলের বায়ুসেনা ৷ এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ৷ আহতদের মধ্যে শিশু ও মহিলারাও আছেন, তাঁদের স্থানীয় নাসীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গাজার দ্বিতীয় বৃহত্তম এই হাসপাতালটিতে প্রচুর সংখ্যক আহতের চিকিৎসা চলছে, প্রাণভয়ে আশ্রয় নিতেও অনেক বাসিন্দা এই হাসপাতালকে বেছে নিয়েছেন ৷ ফলে এই হাসপাতালটির ধারণ ক্ষমতা ইতিমধ্যেই নির্ধারিত মাত্রা ছাপিয়ে গিয়েছে ৷
ইজরায়েলের দাবি, হামাসের সঙ্গে যুক্ত গাজার প্রায় 100টি জায়গায় তারা হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হয়েছে হামাসের গোপন সুড়ঙ্গ ও অস্ত্র ভাণ্ডারে ৷ বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গলান্ত দেশের সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, গাজার ভিতরে প্রবেশের জন্য প্রস্তুত থাকতে ৷ তাঁর এই নির্দেশের পরেই জল্পনা ছড়িয়েছে, হামাসকে উৎখাত করতে এবার সম্ভবত স্থলপথে সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকবে ইজরায়েলি সেনা ৷ যদিও কবে এই স্থলাভিযান শুরু হতে পারে, সেই বিষয়ে মুখে ককুলুপ এঁটেছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ৷