ইসলামাবাদ, 27 মার্চ:সাতটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান (Interim Bail to Imran Khan) ৷ চলতি মাসের প্রথম দিকে আদালতের একটি শুনানিতে হাজিরা দেন তিনি ৷ সেই সময় আদালত চত্বর ঘিরে হামলা চালানো হয় ৷ অভিযোগ, হামলাকারীরা মূলত পিটিআই সদস্য এবং তাঁরা ইমরানের অনুগামী ৷ সেই ঘটনাতেই ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলি রুজু করা হয়েছিল ৷ সোমবার সেই মামলাগুলিতে কিছুটা হলেও রেহাই পেলেন ইমরান ৷
অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন ইমরান খান ৷ সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয় ৷ ইমরানের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে গোলরা, বারা কাহু, রামনা, খান্না এবং সিটিডি থানায় সাতটি পৃথক মামলা রুজু করা হয়েছে ৷ এরই প্রেক্ষিতে ইমরান খানের আইনজীবী আদালতকে বলেন, যদি তাঁর মক্কেলকে এখন গ্রেফতার করা হয়, তাহলে তাঁর অভাবনীয় ক্ষতি হয়ে যাবে ৷ আইনজীবী বলেন, "ইমরান খান একটি একক বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা ৷ এখন যদি তাঁকে জামিন না দিয়ে গ্রেফতার করা হয়, তাহলে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেদের ঘৃণ্য পরিকল্পনা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যাবে !" এই বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর ইমরান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷