মুম্বই, 1 এপ্রিল: বিমানে অভব্য আচরণের ঘটনা দিন দিন বাড়ছে ৷ এবার এক যাত্রীর বিরুদ্ধে বিমানের কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ইন্ডিগোর বিমানে ৷ এক সুইডিশ নাগরিক বৃহস্পতিবার ইন্ডিগো বিমানে ব্যাংকক থেকে মুম্বইয়ে আসছিলেন ৷ 4 ঘণ্টার যাত্রাপথে তিনি বিমানকর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷ সেই সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে ৷
ওই সুইডিশ যাত্রীর নাম এরিক হেরাল্ড জোনাস ভেস্তবার্গ ৷ বয়স 63 বছর ৷ বৃহস্পতিবার এই সফরে তিনি 24 বছর বয়সি বিমান কর্মীর শ্লীলতাহানির করেন বলে অভিযোগ ৷ এই ঘটনাটি ঘটার সময় তিনি নেশা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ মুম্বইয়ে বিমান অবতরণের সঙ্গে সঙ্গে ওয়েস্টবার্গকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তাঁর বিরুদ্ধে বিমানকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয় ৷ তাঁকে শুক্রবার আদালতে তোলা হয় ৷ তবে 20 হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত সুইডিশ নাগরিক জামিন পেয়ে যান ৷ এবার শুনানির সময় প্রতিবার তাঁকে আদালতে হাজিরা দিতে হবে ৷