পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Flight Crew Molestation: ইন্ডিগোর বিমানে কর্মীর শ্লীলতাহানি, অভিযুক্ত সুইডিশ নাগরিক - সুইডিশ নাগরিক বিমান কর্মীর শ্লীলতাহানি করে

বিমানে নানাভাবে হেনস্থা, অসভ্য আচরণের খবর প্রকাশ্যে আসছে ৷ সম্প্রতি ইন্ডিগোর একটি বিমানে এক প্রৌঢ় সুইডিশ নাগরিক বিমান কর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে ৷

Indigo Flight
ইন্ডিগো বিমান

By

Published : Apr 1, 2023, 10:17 AM IST

মুম্বই, 1 এপ্রিল: বিমানে অভব্য আচরণের ঘটনা দিন দিন বাড়ছে ৷ এবার এক যাত্রীর বিরুদ্ধে বিমানের কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ইন্ডিগোর বিমানে ৷ এক সুইডিশ নাগরিক বৃহস্পতিবার ইন্ডিগো বিমানে ব্যাংকক থেকে মুম্বইয়ে আসছিলেন ৷ 4 ঘণ্টার যাত্রাপথে তিনি বিমানকর্মীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷ সেই সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে ৷

ওই সুইডিশ যাত্রীর নাম এরিক হেরাল্ড জোনাস ভেস্তবার্গ ৷ বয়স 63 বছর ৷ বৃহস্পতিবার এই সফরে তিনি 24 বছর বয়সি বিমান কর্মীর শ্লীলতাহানির করেন বলে অভিযোগ ৷ এই ঘটনাটি ঘটার সময় তিনি নেশা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ মুম্বইয়ে বিমান অবতরণের সঙ্গে সঙ্গে ওয়েস্টবার্গকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তাঁর বিরুদ্ধে বিমানকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয় ৷ তাঁকে শুক্রবার আদালতে তোলা হয় ৷ তবে 20 হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত সুইডিশ নাগরিক জামিন পেয়ে যান ৷ এবার শুনানির সময় প্রতিবার তাঁকে আদালতে হাজিরা দিতে হবে ৷

বিমানে বিভিন্ন ধরনের অভব্যতার খবর আজকাল প্রায়শই শোনা যায়। তথ্য বলছে, 2017 সালে একটি, 2018 সালের 2টি, 2019 সালে 3টি, 2022 সালে 6টি এবং 2023 সালের প্রথম তিন মাসের মধ্যে এই ধরনের 8টি ঘটনার কথা জানা গিয়েছে ৷ গত নভেম্বরের শেষে এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী তাঁর সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে জানা যায় ৷ প্রৌঢ়া সহযাত্রী মামলা দায়ের করেন ৷ পরে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে এই ঘটনার জন্য 30 লক্ষ টাকা জরিমানা করে ৷ অসমারিক বিমান চলাচলের এই নিয়ামক সংস্থার দাবি, ঘটনাটি প্রকাশ্যে আসার পর যে তৎপরতা দেখানো উচিত ছিল তা এয়ার ইন্ডিয়া দেখাতে পারেনি। তার জেরেই এয়ার ইন্ডিয়াকে জরিমানার মুখে পড়তে হয়েছে। আরও বেশ কিছু ঘটনার কথা শোনা গিয়েছে। বিমান সেবিকার সঙ্গে অভ্যবতার আচরণও নতুন নয়। আবারও একই অভিযোগ উঠল ইন্ডিগোর বিমানে।

আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকার জরিমানা

ABOUT THE AUTHOR

...view details