ইন্ডিয়ানাপোলিস, 6 অগস্ট: মার্কিন সুপ্রিম কোর্টের (US Supreme Court) রায় ঘোষণার পর এই প্রথম আমেরিকার কোনও প্রদেশে গর্ভপাত বিরোধী আইন (US Abortion Ban Law) কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ এই পদক্ষেপ করল ইন্ডিয়ানা (Indiana) প্রশাসন ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রদেশে নয়া আইন বলবৎ করার কথা ঘোষণা করা হয় ৷
15 সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ানায় এই আইন কার্যকর করা হচ্ছে ৷ তবে, তাতে বেশ কিছু বদলও আনা হয়েছে ৷ যদি কোনও নারী ধর্ষণের শিকার হন, বা কাউকে জোর করে যৌন মিলনে বাধ্য করা হয়, সেক্ষেত্রে নিগৃহীতা অবশ্যই গর্ভপাত করাতে পারবেন ৷ তবে, ভ্রূণ সৃষ্টি হওয়ার 10 সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সেরে ফেলতে হবে ৷ মায়ের স্বাস্থ্য়ের কথা মাথায় রেখেই নতুন আইনে এই রদবদল ঘটানো হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ৷ এর পাশাপাশি, যদি দেখা যায়, গর্ভবতীর প্রসবের সময় প্রাণনাশের আশঙ্কা রয়েছে, অথবা গর্ভস্থ ভ্রূণের মধ্যে কোনও বড়সড় অসঙ্গতি রয়েছে, তাহলেও গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে ৷