পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Envoy to Canada: 'নিজ্জার হত্যায় ভারত জড়িত তার প্রমাণ দেখাক কানাডা', দাবি ভারতীয় রাষ্ট্রদূতের - নিজ্জার হত্যায় ভারত জড়িত তার প্রমাণ দেখাক কানাডা

খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত জড়িত বলে অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তার প্রমাণ দেখাতে বললেন কানাডায় ভারতের হাইকমিশনার সঞ্জয়কুমার ভার্মা ৷

India High Commissioner to Canada
সঞ্জয়কুমার ভার্মা

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 4:24 PM IST

অটোয়া (কানাডা), 5 নভেম্বর:খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার ভারত জড়িত বলে অভিযোগ তুলেছে কানাডা সরকার ৷ সেই অভিযোগের সমর্থনে প্রমাণ প্রকাশ করুক অটোয়া ৷ এমনটাই দাবি জানালেন কানাডায় ভারতের হাইকমিশনার সঞ্জয়কুমার ভার্মা ৷ এর পাশাপাশি কানাডার সঙ্গে কূটনৈতিক অচলাবস্থার বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করলেন তিনি ৷ শুক্রবার কানাডিয়ান প্ল্যাটফর্ম দ্য গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় রাষ্ট্রদূত এই মন্তব্য করেন ।

প্রসঙ্গত, জুন মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জার হত্যাকাণ্ডে 'ভারত সরকারের এজেন্ট'দের জড়িত থাকার অভিযোগ করেন । ভারত যদিও এই অভিযোগগুলিকে 'অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত' বলে অস্বীকার করে এবং কানাডার সিদ্ধান্তের বিরুদ্ধে টিট-ফর-ট্যাট পদক্ষেপে একজন কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে । এ দিন সঞ্জয়কুমার ভার্মা বলেন, "নিজ্জার হত্যায় ভারত জড়িত রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ৷ তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে কানাডা বা তার মিত্ররা ভারতের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি ।"

তিনি জানান, ওই হত্যাকাণ্ডে কানাডিয়ান পুলিশ তদন্ত করছে ৷ প্রধানমন্ত্রী ট্রুডোর প্রকাশ্য বিবৃতিতে সেই তদন্ত 'ক্ষতিগ্রস্ত' হয়েছে । ভারতীয় রাষ্ট্রদূত বলেন, "তদন্তে তাদের সহায়তা করার জন্য এই ক্ষেত্রে আমাদের কাছে কোনও নির্দিষ্ট বা প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়নি ৷ প্রমাণ কোথায়? তদন্তের উপসংহার কোথায়? আমি আরও একধাপ এগিয়ে গিয়ে বলব তদন্ত ইতিমধ্যেই বিকৃত হয়েছে । উচ্চপর্যায়ের কারও কাছ থেকে একটি নির্দেশ এসেছে যে ভারতীয় এজেন্টরা নাকি এই হত্যার ঘটনার পিছনে রয়েছে ৷"

উত্তেজনামূলক সম্পর্কের মধ্যেই সেপ্টেম্বরে কানাডার ভিসা পরিষেবা বন্ধ রেখেছিল ভারত ৷ তবে ভারত কানাডায় চারটি বিভাগের জন্য ভিসা পরিষেবাগুলি পুনরায় শুরু করেছে । নয়াদিল্লি কূটনীতিবিদদের সমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর গত মাসে কানাডা ভারত থেকে 41 জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে । এমনকী অটোয়া চণ্ডীগড়, মুম্বই এবং বেঙ্গালুরু কনস্যুলেটগুলিতে তার ভিসা এবং কনস্যুলার পরিষেবাগুলিও বন্ধ করে দিয়েছে ।

নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের ভূমিকাকে সরাসরি অস্বীকার করে সঞ্জয়কুমার ভার্মা বলেন, "কূটনীতিবিদদের মধ্যে যে কোনও কথোপকথন হয় তা সুরক্ষিত এবং আদালতে এটি প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না বা প্রকাশ্যে আনা যায় না । আপনি অবৈধ ওয়্যারট্যাপ এবং প্রমাণের কথা বলছেন । দুই কূটনীতিক দেশের মধ্যে কথোপকথন সমস্ত আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত ৷ আপনি এই কথোপকথনগুলি কীভাবে ক্যাপচার করেছেন তা আমাকে দেখান । আমাকে দেখান যে কেউ ভয়েসটি নকল করেনি ।"

আরও পড়ুন:কানাডাকে ফের ভিসা দেওয়া শুরু করতে পারে ভারত! বার্তা জয়শংকরের

ভারতীয় রাষ্ট্রদূত আরও উল্লেখ করেছেন, নয়াদিল্লি গত পাঁচ বা ছয় বছরে অটোয়াকে 26বার অনুরোধ করেছে ৷ যাতে কানাডায় থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়া হয় । তিনি বলেন, "আমরা এখনও এই পদক্ষেপের জন্য অপেক্ষা করছি ৷" (সংবাদ সূত্র-এএনআই)

ABOUT THE AUTHOR

...view details